সরাইলে পিতার অভিযোগে পুত্রের ৬ মাসের জেল
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইলে পিতার অভিযোগে ভ্রাম্যমান আদালতে পুত্রকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে। গতকাল দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মৌসুমি বাইন হিরার আদালতে এ রায় দেওয়া হয়। পুলিশ ও নির্বাহী কর্মকর্তার দফতর সূত্রে জানা যায়, সরাইল সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের আবুল হাশেমের ছেলে জসিম উদ্দিন (২২)। জসিম দীর্ঘদিন ধরে মাদকা আসক্ত। মাদকের টাকার জন্য সম্প্রতি জসিম তার মা বাবার উপর অত্যাচার নির্যাতন করে আসছে। সেই সাথে বাসস্থানের আসবাবপত্র ভাংচুর করছে নিয়মিত। ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছেন মা বাবা। বাধ্য হয়ে আবুল হাশেম ছেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন। গতকাল সকালে এস আই আবদুর রহমান জসিমকে গ্রেপ্তার করে ভ্রাম্যমান আদালতে হাজির করেন। আদালত জসিমকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়ে জেল হাজতে পাঠিয়ে দেন।