মন্ত্রীর সিল বানাতে আব্দুল মবিন পুলিশের হাতে আটক
নিজস্ব প্রতিনিধি : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সিল তৈরি করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন সৈয়দ আবদুল মবিন (৫০) নামে এক ব্যক্তি।
রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কোর্ট রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মবিন সদর উপজেলার চাপই এলাকার আবদুর রউফের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সিল তৈরির জন্য শহরের কোর্ট রোডস্থ ‘শুভেচ্ছা কম্পিউটার অ্যান্ড রাবার স্টাপ’ এ যান আবদুল মবিন। দুপুরে তিনি মন্ত্রীর সিলমোহর তৈরির জন্য অর্ডার করে বিকেলে নিতে আসেন। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
সদর মডেল থানা পুলিশ সূএে আটকের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে, আটকৃত ব্যক্তিকে সিলমোহর তৈরির বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।