শনিবার, ২১শে জানুয়ারি, ২০১৭ ইং ৮ই মাঘ, ১৪২৩ বঙ্গাব্দ

নায়ক থেকে স্কুল শিক্ষক ইলিয়াস কাঞ্চন

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ১৮, ২০১৭

 

বিনোদন ডেস্ক :‘সহকারী প্রধান শিক্ষিকা আবশ্যক’ শিরোনামের একটি টেলিছবিতে অভিনয় করলেন এক সময়ের সিনেমা হিরো ইলিয়াস কাঞ্চন।

 

কাঞ্চন সাটুরিয়া আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের চরিত্রে অভিনয় করেছেন। সুজন বড়ুয়ার পরিচালনায় এ টেলিফিল্মটির শুটিংয় হয়েছে মানিকগঞ্জের সাটুরিয়ায়।
ইলিয়াস কাঞ্চন ছাড়া অভিনয় করেছেন মৌ খান, রাতুল তালুকদার, উর্মিলা, সোহেল, ডায়না, সোহাগ প্রমুখ।

টেলিছবিতে দেখা যাবে ইলিয়াস কাঞ্চনের স্ত্রী মারা যায়। এরপর থেকে তার মেজাজে আসে আমূল পরিবর্তন। সাটুরিয়া আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষিকা পদে যে ক’জন যোগদান করেছেন সবাই কিছু দিন পরই চাকরি ছেড়ে দেন। কারণ প্রধান শিক্ষকের দুর্ব্যবহার। প্রধান শিক্ষকের স্ত্রী মারা যাওয়ার পর থেকে নিজের আশপাশে অন্য কোনো নারীকে তিনি সহ্য করতে পারেন না।

নতুন এক শিক্ষিকার আগমনে গল্প বদলাতে থাকবে। শুরু হবে নতুন যাত্রা। এভাবেই গল্পটির স্ক্রিপ্ট লিখেছেন ম ম রুবেল।