সোমবার, ২৩শে জানুয়ারি, ২০১৭ ইং ১০ই মাঘ, ১৪২৩ বঙ্গাব্দ

আব্দুর রউফ-এর ২৮তম মৃত্যুবার্ষিকী আজ

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ২০, ২০১৭

শিহাব উদ্দিন বিপু ব্রাহ্মণবাড়িয়া থেকে : আজ ২০ শে জানুয়ারী ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান মরহুম আব্দুর রউফ এর ২৮ তম মৃত্যুবার্ষিকী। তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের ডিরেক্টর হিসেবে অবসর গ্রহণ করেন। তিনি আমেরিকা ইউনিভারসিটি (অব) ওরিগন-এ অধ্যায়ন করেন। কর্মজীবনে আমেরিকা রাশিয়া ইংল্যান্ড ডেনমার্ক জার্মানী সহ বিশ্বের ২৭টি দেশ সরকারী ভাবে সফর করেন। কর্মজীবনে অসংখ্য বেকার যুবককে সরকারী চাকুরী প্রদানে সহায়তা করেন এবং অবসর জীবনে নিজ গ্রাম ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের জালশুকায় সমাজসেবায় ব্রতী ছিলেন। তিনি জালশুকার গ্রামের ঐতিহ্যবাহি মোল্লাবাড়ীর মরহুম আনসার আলী মোল্লার ৪র্থ সন্তান ছিলেন। জালশুকা প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠাতা ছিলেন এবং বড়াই উচ্চ বিদ্যালয়ের অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন। তিনি তথ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত মহাপরিচালক আব্দুর রহমান এবং অবিভক্ত সাদেকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুর রহিম এর পিতা এবং ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ প্রফেসর মরহুম আব্দুস সাহিদ এবং পিটিআই এর সুপার মরহুম মোস্তাক আহমেদ এর শ্বশুর। তিনি এনটিভির স্টাফ রির্পোটার শিহাব উদ্দিন বিপুর নানা এই উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে এর মধ্যে রয়েছে সকালে মরহুমের কবর জিয়ারত ও জালশুকার মোল্লা বাড়ীতে পবিত্র কোরানখানী ও দোয়া মহফিল এবং দু:স্থ্যরোগীদের দিনভর ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান।