শুক্রবার, ২০শে জানুয়ারি, ২০১৭ ইং ৭ই মাঘ, ১৪২৩ বঙ্গাব্দ

নবীনগর -কোম্পানিগঞ্জ সড়ক যেন ভয়াবহ মরণ ফাঁদ

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ১৭, ২০১৭

নিজস্ব প্রতিনিধি : নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কের নবীনগর থেকে বাঙ্গরা পর্যন্ত কড়ুইবাড়ি ও জিনদপুর এলাকায় স্টীলের ব্রীজ ২ টি মরনফাঁদে পরিণত হয়েছে, এতে করে যে কোন মহুর্তে ঘটতে পারে দূর্ঘটনা। যেকারনে প্রাণহানি ঘটার আশংকা করছেন অনেকে।.ঢাকা, কুমিল্লা, চট্রগ্রাম সহ দেশের যে কোন স্থানে যাতায়াতে গুরুত্বপুর্ন একমাত্র মাধ্যম এ সড়কটি। নবীনগর উপজেলার ব্যস্ততম এ সড়কের বাঙ্গরা পর্যন্ত রয়েছে পুরনো ২টি স্টীলের সেতু। তার মধ্যে ১টি সেতু কড়ুইবাড়ি স্টেশনের পাশে অপর ১টি জিনদপুর স্টেশনের দঃ পাশে। নবীনগরের ব্যস্ততম এই সড়কের স্টীলের সেতু ২টি চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে দীর্ঘদিন ধরে।
এপথে চলাচলকারী যাত্রীসাধারণ জানায়, প্রায়ই স্টীলের ব্রীজ গুলো পার হতে গিয়ে ছোট,বড় দূর্ঘটনার সম্মুখীন হন তারা। কড়ুইবাড়ি স্টেশনের পাশে সেতু এলাকা সরেজমিন ঘুরে দেখা গেছে, এই সেতুর স্টীলের পাতগুলো নির্দিষ্ট স্থান থেকে সরে গিয়ে বড় বড় গর্তের সৃষ্ঠি হয়েছে। যার কারনে ছোট যানবাহনের চাকাগুলো গর্তে পড়ে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। এই ব্যাপারে কয়েকজন গাড়ির চালক ও সাধারণ মানুষের সাথে কথা বললে তারা জানায়, বড় ধরনের দূর্ঘটনা এড়াতে নবীনগরের বর্তমান এমপি মহোদয় যাতে অতি শিঘ্রই সেতু ২টি ভালভাবে সংস্কার বা পরিবর্তন করে সময়োপযোগী সেতু নির্মান করে দেন এটা এইপথে চলাচলকারী যাত্রীসাধারণের দাবী ।