সোমবার, ৯ই জানুয়ারি, ২০১৭ ইং ২৬শে পৌষ, ১৪২৩ বঙ্গাব্দ

পরাজয় নিয়ে বললেন মাশরাফি

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ৮, ২০১৭

স্পোর্টস ডেস্ক : হারের বৃত্তেই রয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ড সফরে এখন পর্যন্ত রঙিন পোশাকে বাংলাদেশ ছয় ম্যাচ খেলেছে, সবক’টিতেই তারা হেরে গেছে।

ওয়ানডের পর রোববার মাউন্ট মাঙ্গানুইতে শেষ টি ২০-তে ২৭ রানে হেরে হোয়াইটওয়াশ লজ্জায় পড়েছে মাশরাফি বাহিনী।

নিউজিল্যান্ডের ১৯৪ রানের পাহাড় ডিঙাতে গিয়ে বাংলাদেশ ৬ উইকেটে ১৬৭ রান করতে সমর্থ হয়। ম্যাচ শেষে পরাজয়ের ব্যাখ্যা দিয়েছেন অধিনায়ক মাশরাফি।

তিনি বলেছেন, ‘সত্যিকার অর্থে এ সফর অনেক কঠিন। এই ম্যাচেও স্বাগতিকরা দারুণ ব্যাটিং করেছে। আমরা এক পর্যায়ে তাদের ওপর কিছুটা চাপ তৈরি করতে পেরেছিলাম কিন্তু তারা সেটি ঠিকই উতরে গেছে।’

টাইগার দলনেতা মুশফিকুর রহিমের নেতৃত্বে কিউইদের বিপক্ষে শুরু হতে যাওয়া টেস্টও যে কঠিন হবে, তারও ইঙ্গিত দিয়েছেন।

এ অবস্থায় সতীর্থদের মানসিক সামর্থ দেখানোর পরামর্শ দিয়েছেন তিনি।

মাশরাফির ভাষ্যে, ‘টেস্টও বেশ কঠিন হবে। আমাদের মানসিকভাবে আরও শক্তিশালী হতে হবে।’