টেস্টে আরো কঠিন পরিস্থিতির শঙ্কায় সাকিব
স্পোর্টস ডেস্ক : ওয়ানডে, টি-টোয়েন্টি মিলিয়ে ছয়টিতেই হার। তাও যাচ্ছেতাই ভাবে। সাকিব মনে করছেন, টেস্টে আরো কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হতে পারে তার দলের।
‘টেস্টের উইকেট নিশ্চয়ই ভিন্ন হবে। সে ক্ষেত্রে আমাদের হয়তো মোকাবেলা করতে হবে আরও কঠিন পরিস্থিতি।’ বলেন সাকিব।
সাকিব বলেন, ‘আমরা হয়তো আরও ভালো করতে পারতাম। ওদের কন্ডিশনে টেকনিক, ট্যাকটিকস সবকিছুতে তারা আমাদের চেয়ে এগিয়ে এটা স্বীকার করতেই হবে।’
দলের পারফরম্যান্স নিয়ে দেশবাসী তথা দর্শকদের হতাশার বিষয়ে কিছু বলতে রাজি হননি সাকিব। মাথা নেড়ে জানান তিনি এ নিয়ে কথা বলতে চান না।
আজ যেভাবে শুরু হয়েছিল তাতে কিউইদের ১৬০ রানের মধ্যে বেঁধে রাখতে পারলে ভালো হতো বলে মন্তব্য করে সাকিব বলেন, ‘আমরা আসলে দলগতভাবে ভালো খেলতে পারিনি। আমরা যখনই জিতেছি, তখনই দলগতভাবে ভালো খেলেছি। কিন্তু এখানে দলগতভাবে ভালো খেলতে পারিনি, তাই জিততেও পারিনি।’
‘এবার নিউজিল্যান্ড সফরে যে সব উইকেটে আমরা খেলেছি এর সবক’টি ব্যাটিং বান্ধব উইকেট ছিল। কিন্তু আমরা দলগত পারফরম্যান্সের খেলাটা খেলতে পারিনি। আমরা ভালো রান করছিলাম। কিন্তু সে ধারাটা ধরে রাখতে পারিনি। তাই কোনও সাফল্য পাইনি।’
ম্যাচে আলো ছড়ানো পেসার রুবেলের প্রশংসা করে সাকিব বলেছেন, ‘গত তিন ম্যাচেই রুবেল খুব ভালো বল করেছে।’
রবিবারের ম্যাচে ৪৩ বল খেলে ৪১ রান করেছেন সাকিব। এই অবস্থায় ওয়ানডে, টি-টোয়েন্টি সিরিজে নিজের পারফরম্যান্স সম্পর্কে জানতে চাইলে সাকিব বলেন, ‘বোলিং মোটামুটি ভালো হয়েছে। যে রকম উইকেট ছিল, তাতে ভালো রান করতে পারিনি। তাই আমার ব্যাটিং মনমতো হয়নি।’