খাদিজাকে আদালতে হাজিরের নির্দেশ
সিলেট প্রতিনিধি : সিলেটে ছাত্রলীগ নেতার হামলায় আহত কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসকে আগামী ২৬ ফেব্রুয়ারি আদালতে হাজির হয়ে সাক্ষ্য দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
আজ রোববার সিলেটের মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো এ আদেশ দেন।
সিলেট মহানগর আদালতের অতিরিক্ত পিপি মাহফুজুর রহমান জানান, সাভার সিআরপিতে চিকিৎসাধীন খাদিজার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ আদালতে হাজির হননি।
চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, এক মাসের মধ্যে খাদিজার আদালতে হাজির হওয়া সম্ভব নয়। তাই সময় প্রার্থনা করে আদালতে আবেদন জানানো হলে ২৬ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করা হয়।
উল্লেখ্য, সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে গত বছরের ৩ অক্টোবর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে খাদিজাকে কুপিয়ে জখম করে। এ ঘটনায় খাদিজার চাচা আব্দুল কুদ্দুস মামলা করেন। এরপর গত ৮ নভেম্বর বদরুলকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ২৯ নভেম্বর বদরুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়। ৫ ডিসেম্বর শুরু হয় সাক্ষ্যগ্রহণ।