সাভারে গ্যাসের আগুনে দম্পতি নিহত
---
সাভার প্রতিনিধি : সাভারে গ্যাস লাইনের পাইপ বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে এক দম্পতি নিহত ও অন্তত ৫ জন দগ্ধ হয়েছেন।
নিহতরা হলেন, রওশন আলী ও তার স্ত্রী খায়রুন্নেছা। এই দম্পতি সম্প্রতি আত্মীয় তাজুল ইসলামের বাড়িতে বেড়াতে আসেন।
শনিবার ভোরে সাভার পৌর এলাকার ভাগলপুর-তারাপুর মহল্লায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ভোর ৪টার দিকে হঠাৎ ভাগলপুর-তারাপুর মহল্লার জনৈক তাজুল ইসলামের বাড়ির একটি ঘরে আগুন ধরে যায়। মূহূর্তের মধ্যে তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে।
এ সময় ওই ঘরে থাকা রওশন আলী এবং তার স্ত্রী খায়রুন্নেছা আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় পরিবারের আরও ৫ সদস্য দগ্ধ হন।
খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের সাভার এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, তাজুল ইসলামের বাড়ির পার্শ্ববর্তী একটি ভবনের নির্মাণকাজের জন্য পাইলিং করার সময় মাটির নিচ দিয়ে যাওয়া গ্যাস পাইপ লাইনের ফাটল থেকেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
এদিকে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

গাজীপুরে হত্যার দায়ে ২ জনের ফাঁসি
সেতু থেকে বুড়িগঙ্গায় ঝাঁপ দেয়া তরুণ-তরুণীর লাশ উদ্ধার
মোবাইল চোর সন্দেহে কিশোরীকে পুড়িয়ে হত্যার অভিযোগ
ইলিশের দাম ১০ হাজার টাকা!
তিন ঘন্টায় ১৭ লাখ টাকা দিল ইয়াবা সম্রাট গফুর !
মেয়ের বাড়িতে ছেলের অনশন!