সোমবার, ৯ই জানুয়ারি, ২০১৭ ইং ২৬শে পৌষ, ১৪২৩ বঙ্গাব্দ

ষোড়শ সংশোধনী : পূর্ণাঙ্গ বেঞ্চে আপিল শুনানি ৮ ফেব্রুয়ারি

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ৫, ২০১৭

নিউজ ডেস্ক : বিচারপতি অপসারণসংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা রায়ের বিরুদ্ধে সরকারের করা আপিল শুনানি পূর্ণাঙ্গ বেঞ্চে অনুষ্ঠিত হবে। আগামী ৮ ফেব্রুয়ারি এই আপিলের ওপর শুনানির জন্য দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আপিল বিভাগের আদেশ অনুযায়ী প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আট বিচারপতির বেঞ্চে এই আপিলের শুনানি হবে। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি এস কে সিনহার সভাপতিত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

গত বছরের ৫ মে সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ও সংবিধানপরিপন্থী বলে ঘোষণা করেন হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ। বিচারপতির মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি কাজী রেজা-উল হক সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে এ রায় দেন। তবে বেঞ্চের কনিষ্ঠ বিচারক মো. আশরাফুল কামাল ওই রায়ের সঙ্গে ভিন্নমত পোষণ করে ১৬তম সংশোধনী বহাল রাখেন। নিয়মানুযায়ী সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে যে রায় দেওয়া হয় সেটিই চূড়ান্ত।

গতকাল হাইকোর্টে ওই রায়ের বিরুদ্ধে আপিল করে সরকার। আজ সকালে বিষয়টি শুনানির জন্য আসলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম চার সপ্তাহের সময় চেয়ে আবেদন করেন। তিনি বলেন, এইটা অনেক বড় রায় প্রস্তুতির সময় প্রয়োজন। এরপরই আদালত ৮ ফেব্রুয়ারি দিন ধার্য করে দেন।