১৮ই নভেম্বর, ২০১৬ ইং, শুক্রবার ৪ঠা অগ্রহায়ণ, ১৪২৩ বঙ্গাব্দ
পরবর্তী বিয়ের পার্টিতে প্রকাশ্যে সেক্স করতে বাধ্য করা হল বর-কনেকে


সন্ধান পাওয়া গেলো অ্যাভাটার শিশু’র! (ভিডিওসহ)


Amaderbrahmanbaria.com : - ১৬.১১.২০১৬

অনলাইন ডেস্ক : জেমস ক্যামেরনের অ্যানিমেটেড সুপারহিট ফিল্ম ‘অ্যাভাটার’ এর কথা নিশ্চয়ই মনে আছে সবার। প্যান্ডোরা নামে একটি গ্রহের স্থানীয় বাসিন্দারা প্রকৃতিকে বাঁচানোর জন্য আপ্রাণ লড়াই চালিয়েছিলেন। পৃথিবীবাসীকে বুঝিয়ে ছিলেন, অরণ্য বাঁচিয়ে রাখার গুরুত্ব কতখানি।

তবে এটা কোন অ্যাভাটার ছবির নয়া সিকুয়াল নয়। কোনও ফিল্মের গল্প ‌নয়, বাস্তবেই সন্ধান পাওয়া গেছে প্যান্ডোরা গ্রহের এমন সব শিশু অ্যাভাটারের।এদের ছবিই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কোনও পাকা হাতের ফটো এডিটিং বা ভিডিও এডিটিংয়ের কাজ নয়, সত্যিই নিজের হাতে ছুঁয়ে দেখতে পারবেন এদের।

শুনে অবাক হচ্ছেন তো? আসলে এগুলো পুতুল। ‘বেবিক্লোন’ নামক কোম্পানি এক বিশেষ ধরনের পুতুল বানিয়েছে। যা দেখতে ‘অ্যাভাটার শিশু’র মতোই।গায়ের রং নীলছে, মুখের উপর সাদা পুঁতির আলপনার মতো। অ্যাভাটার ছবিতে ছিল পূর্ণবয়স্ক পুরুষ ও নারী, এখানে এই নীল অবতাররা নেহাতই দুধের শিশু।

সিলিকন এবং ভিনাইল যা বিশেষ একধরনের প্লাস্টিক দিয়ে তৈরি হয়েছে বেবি পুতুল। হঠাৎ করে দেখেলে বোঝার উপায় নেই যে, আসলে এটা কী? ‘বেবিক্লোন’ নামক কম্পানি এই বিশেষ পুতুলের নামকরণ করেছেন ‘রিবর্নিং’। এই পুতুলগুলি বর্তমান বাজার দর ১০০০ ডলার থেকে শুরু।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close