১৮ই নভেম্বর, ২০১৬ ইং, শুক্রবার ৪ঠা অগ্রহায়ণ, ১৪২৩ বঙ্গাব্দ


মিয়ানমারে ৬৯ জনকে হত্যার কথা স্বীকার সেনাবাহিনীর


Amaderbrahmanbaria.com : - ১৫.১১.২০১৬

নিউজ ডেস্ক : বাংলাদেশ সংলগ্ন মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে ৯ অক্টোবর থেকে চলা নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ৬৯জন রোহিঙ্গ মুসলমান নিহত হয়েছেন এবং ২৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া নিরাপত্তা বাহিনীর ১৭ জন সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার মিয়ানমারের সেনাবাহিনী এসব তথ্য জানিয়েছে বলে সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল নিউলাইট অব মিয়ানমার ডেইলির বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মিয়ানমারের সেনাবাহিনীর ‘প্রকৃত সংবাদতথ্য টিম’ নিহতদের পরিচয় উল্লেখ না করে তাদের ‘সহিংস হামলাকারী’ হিসেবে উল্লেখ করেছে।

টিমের ভাষ্যমতে, গত ৯ অক্টোবর থেকে সোমবার পর্যন্ত চলা লড়াইয়ে সহিংস হামলাকারীদের মধ্যে ৬৯ জন নিহত এবং ২৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ১০ পুলিশ সদস্যসহ ১৭ নিরাপত্তাকর্মী নিহত হয়ছে।

গত ৯ অক্টোবর বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় তিনটি সীমান্ত চৌকিতে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটে। এতে নয়জন পুলিশ কর্মকর্তা নিহত হন। এ ঘটনার পর থেকে রাখাইন প্রদেশে উত্তেজনা বিরাজ করছে।

উল্লেখ্য, উত্তরাঞ্চলীয় রাখাইন প্রদেশে ১১ লাখ রোহিঙ্গা মুসলমান বসবাস করছে। তাদের নাগরিকত্ব দিতে অস্বীকৃতি জানিয়ে নিপীড়ন করে আসছে মিয়ানমার কর্তৃপক্ষ।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close