g চীনে বছরে ৫ লাখ বৃদ্ধ নিখোঁজ হন | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ১৮ই নভেম্বর, ২০১৭ ইং ৪ঠা অগ্রহায়ণ, ১৪২৪ বঙ্গাব্দ

চীনে বছরে ৫ লাখ বৃদ্ধ নিখোঁজ হন

AmaderBrahmanbaria.COM
অক্টোবর ১৪, ২০১৬

---

প্রতি বছর চীনে পাঁচ লাখ বৃদ্ধ নাগরিক নিখোঁজ হয়ে যান। সেই হিসেবে প্রতিদিন নিখোঁজ হন ১৩০০ জন। দেশটির সরকারের জংমিন সোশ্যাল অ্যাসিসট্যান্স ইন্সটিটিউটের নতুন একটি প্রতিবেদনে এ দাবি করা হয়েছে। নিখোঁজ হওয়া বৃদ্ধ ব্যক্তিদের ৮০ ভাগের বয়স ৬৫ কিংবা তার ওপরে।

জংমিন সোশ্যাল অ্যাসিসট্যান্স ইন্সটিটিউটের প্রেসিডেন্ট ওয়াং ঝিকুন বলেন, বিশাল সংখ্যক মানুষ প্রতি বছর হারিয়ে যাচ্ছে। এটা এমন তীব্র একটা সামাজিক সমস্যা যেটা আমরা এড়িয়ে যেতে পারি না।

প্রতিবেদনে বলা হয়, যারা হারিয়ে যাচ্ছে তাদের ২৫ ভাগেরই আলঝেইমার কিংবা ডিমেনশিয়া ছিল। ৭২ ভাগ ব্যক্তির স্মৃতিশক্তিতে সমস্যা ছিল। প্রতিবেদনের লেখক জিয়োং গুইবিন বলেন, নিখোঁজ হওয়ার পর খুঁজে পাওয়া ব্যক্তিদের ২৫ ভাগ আবারো হারিয়ে যান।

এ জাতীয় আরও খবর