সৈয়দ শামসুল হকের দাফন সম্পন্ন
---
কুড়িগ্রামে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মরদেহ দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে সরকারি কলেজ মাঠে জানাজার নামাজ শেষে পৌনে ৫টার দিকে কুড়িগ্রাম সরকারি কলেজের মাঠ চত্বরে তাকে সমাহিত করা হয়।
কুড়িগ্রাম আলীয়া মাদ্রসার প্রিন্সিপাল বখ্ত জানাজার নামাজ পড়ান। জানাজায় সর্বস্তরের সাধারণ জনগণ, আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত থাকলেও বিএনপির কোনো নেতাকর্মী সেখানে উপস্থিত থাকতে দেখা যায়নি।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে জন্মস্থান কুড়িগ্রামের উদ্দেশে সৈয়দ শামসুল হকের মরদেহ হেলিকপ্টারযোগে কুড়িগ্রামে নিয়ে যাওয়া হয়। বিকেল ৪টায় তার মরদেহ বহনকারী হেলিকপ্টার কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে অবতরণ করে। তার শেষ ইচ্ছা অনুযায়ী তাকে সেখানেই দাফন করা হয়।

আগামীকাল সারাদেশে জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল

৯ কিশোরী ফুটবলারকে হুমকিদাতা ‘শিক্ষক’ বরখাস্ত
ছেলের ‘খুনিকে’ ক্ষমা : মহত্বের বিরল দৃষ্টান্ত
ভূমিকম্প গবেষকরা কেন বলেন ঢাকা ও সিলেট শহরের অনেক বাড়ি-ঘর প্রচণ্ড ভূমিকম্প ঝুঁকিতে আছে?




‘রিজার্ভ চুরির পূর্ণাঙ্গ প্রতিবেদন বৃহস্পতিবার’
