আমিরজাদা চৌধুরী: ব্রাহ্মণবাড়িয়া শহরের আলোচিত মোবাইল ব্যবসায়ি “অনিক টৈলিকমের ” মালিক প্রতারক জসিম উদ্দিন আজ ঢাকায় গ্রেফতার হয়েছে। জসিম উদ্দিন আজ সকালে মিরপুর ১নম্বরে একটি বেসরকারি ব্যাণিজ্যিক ব্যাংক থেকে টাকা দেওয়ার জন্য জনৈক ব্যক্তিকে মোবাইলে যোগাযোগ করে নিয়ে আসে । কিন্তু সে ব্যাংকের ভিতরে লোকটিকে টাকা নাদিয়ে উল্টো ভয়-ভীতি দেখাতে শুরু করে। তখন লোকটি থাকে ধরে চিৎকার শুরু করেন। পরিস্হিতি খারাপ দেখে ব্যাংক ম্যানেজার মিরপুর দারুস সালাম থানায় খবর দেন। তখন পুলিশ এসে জসিম কে গ্রেফতার করে মিরপুর দারুস সালাম নিয়ে আসে। উল্লেখ যে, জসিম উদ্দিনের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া শহরের শেরপুর গ্রামে। সে বিগত তিন- চার বছর আগে অনিক টেলিকম নামক একটি মোবাইল সামগ্রি দোকান ব্রাহ্মণবাড়িয়া শহরের মসজিদ রোডে পরিচালনা করতেন। এই প্রতিষ্ঠানটির একক সত্বাধিকার ছিলেন জসিম উদ্দিন নিজেই। তখন তার ব্যবসায়ি প্রয়োজনের দেখিয়ে নিজের আত্বীয় স্বজন ও বিভিন্ন লোকজনের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছিল। তার মোবাইল ব্যবসার ব্যাপক পরিধি দেখে লোকজন তাকে লাভের উপর টাকা ও দিয়েছিল। সে ব্যাংক হারের চেয়ে সামান্য কিছু বেশি লাভে টাকা গুলো নিয়েছিল। কয়েক জনকে লাভ দিয়েছিল সঠিক ভাবে। আর এসব কিছুর আড়ালে ছিল তার প্রতারণার বিরাট ছক। তা বুঝতে পারেনি কেউ। হঠাৎ দোকান বন্ধ করে সে আত্বীয়-স্বজন বন্ধু মহলের কোটি কোটি টাকা নিয়ে পালিয়ে যাই। আর তার স্ত্রী তাকে প্রতারণার ও পালানোর ব্যাপারে বেশ সহযোগিতা করেছিল। সে থানায় তার স্বামী নিখোঁজের( জিডি) করেছিল। এগুলো ছিল তার স্বামীর প্রতারণার একটা অংশ। সে অনুমানিক দুই বছর যাবৎত নিজেকে পাওনাদের চোখ ফাকিঁ দিয়ে আড়াল করে রেখেছিল। তাই তার দেখা পাইনি কোন পাওনাদার। তখন প্রতারক জসিমের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় বেশ কয়েকটি প্রতারনার মামলা হয়েছে বলে জানা যায়।
তার গ্রেফতারে ব্যাপারে মিরপুরের দারুসসালাম থানায় যোগাযোগ করা হলে গ্রেফতারের সত্যতা পাওয়া যাই।