২৯শে সেপ্টেম্বর, ২০১৬ ইং, বৃহস্পতিবার ১৪ই আশ্বিন, ১৪২৩ বঙ্গাব্দ
  • প্রচ্ছদ » নাসিরনগর » সরকারের বিভিন্ন সেক্টরে অর্জিত সফলতা ও সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ে নাসিরনগরে অবহিতকরণ সভা


সরকারের বিভিন্ন সেক্টরে অর্জিত সফলতা ও সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ে নাসিরনগরে অবহিতকরণ সভা


Amaderbrahmanbaria.com : - ২৭.০৯.২০১৬

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ নাসিরনগর উপজেলায় বিভিন্ন সেক্টরে সরকারের অর্জিত সফলতা ও উন্নয়ন ভাবনা, ভিশন-২০২১ এর লক্ষ্য ও অর্জনসমূহ এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ে তৃণমূল পর্যায়ে জনগণকে অবহিতকরণ ও উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ততার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিসের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আজ মঙ্গলবার সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিতা হয়। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান শিক্ষক শাহ আলমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার । বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না,উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ সাবেক উপজেরা চেয়ারম্যান লেঃ অবঃ গোলাম নূর, ইউসিসির চেয়ারম্যান প্রদীপ কুমার রায়,সদর ইউপি চেয়ারম্যান মো: আবুল হাসেম। সরকারে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকন্ডা তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেনজেলা তথ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দীপক চন্দ্র দাস। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমান,পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক রহমত আলী, প্রধান শিক্ষক আবদুর রহিম,প্রেসক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী,প্রধান শিক্ষক হাজ্বী আবু আহম্মেদ কামরুল হুদা,আওয়ামীলীগ নেতা বসির আল হেলাল,অরুন জ্যোতি ভট্রাচার্য,উপজেলা ছাত্রলীগ আহবায়ক নাসিরউদ্দিন রানা প্রমূখ। বক্তারা বলেন দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী বর্তমান সরকার একটি সুখী সমৃদ্ধ এবং মহান মুক্তিযুদ্ধেও চেতনায় উজ্জীবিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে উল্লেখ্যযোগ্য সাফল্য অর্জন করেছে। অর্থনীতি, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, পরিবেশ উন্নয়ন ইত্যাদী খাতে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণের ফলে দেশ ইতোমধ্যে নি¤œ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে।সরকারের অর্জিত এমন সফলতা ও উন্নয়ন ভাবনা এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সবাইকে স্ব-স্ব অবস্থান থেকে এগিয়ে আসার আহবান জানান। সভায় সমাজের বিভিন্নস্থরের নারী-পুরুষ,ঁজনপ্রতিনিধি,রাজনৈতিক ব্যক্তিবর্গ,সচেতন নাগরিক,এনজিও প্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন্ । অনুষ্ঠান শেষে সংগীতা অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

 





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close