১৬ই সেপ্টেম্বর, ২০১৬ ইং, শুক্রবার ১লা আশ্বিন, ১৪২৩ বঙ্গাব্দ


২৭ বছর ধরে বহাল ১৪৪ ধারা!


Amaderbrahmanbaria.com : - ১২.০৯.২০১৬

 

আন্তর্জাতিক ডেস্ক :আজ থেকে ২৭ বছর আগে ভারতের কোটার কয়েকটি অংশে ১৪৪ ধারা বলবৎ করা হয়েছিল। সেই ধারা আজও অব্যাহত রয়েছে। বাজাজ খানা, ঘণ্টা ঘর, তিপ্তা, মাকবারা পাটান পোল— এই অঞ্চলগুলোর মানুষ এখনও সন্ত্রস্ত, ভীত।

তাঁদের সুস্থ, স্বাভাবিক জীবনযাপন করার অধিকার নেই। সাংস্কৃতিক কোনো অনুষ্ঠান হয় না এখানে। সামাজিকতার নামগন্ধ নেই। বিয়ে, সৎকার, পদযাত্রা, ধর্মীয় অনুষ্ঠান— সবই বন্ধ কোটার কয়েকটি অঞ্চলে।

১৯৮৯-এর সেপ্টেম্বরে কোটার কয়েকটি অঞ্চলে জাতিগত প্রতিহিংসার ঘটনা ঘটেছিল। আর তারই পারিপ্রেক্ষিতে এই অঞ্চলে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। সেই ধারা আজও বহাল রয়েছে। স্থানীয়রা এ অবস্থা কাটানোর চেষ্টা করলেও তাতে কাজ হয়নি।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close