সেপ্টেম্বরেই আজিমপুরের ওই বাসায় ওঠে ‘জঙ্গিরা’
---
নিউজ ডেস্ক : চলতি সেপ্টেম্বরে মাসের শুরুতেই আজিমপুরের বিজিবি সদর দফতরের ২ নম্বর গেট-সংলগ্ন ওই বাসাটি সন্দেহভাজন জঙ্গিরা ভাড়া নেয়। এসময় তারা ভাড়াটিয়া ফরম পূরণ করলেও তাদের নাম-ঠিকানা গোপন করা হয় বলে পুলিশ প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়েছে।
শনিবার রাত পৌনে ৮টার দিকে আজিমপুরে ওই বাড়িতে পুলিশের অভিযানে এক জঙ্গি নিহত এবং সন্দেহভাজন তিন নারী জঙ্গিকে আহত অবস্থায় আটক করে পুলিশ। পরে তাদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। আর জঙ্গিদের হামলায় ৫ পুলিশ সদস্য আহত হন।
ঘটনার পর পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলন, ‘ছয় তলা ওই বাড়িটি স্থানীয় হাজি মো. কায়সারের। তবে তিনি জঙ্গিদের দিয়ে ভাড়াটিয়া ফরম পূরণ করান। কিন্তু জঙ্গিরা তাদের নাম-পরিচয় গোপন করে ফরম পূরণ করেছে। প্রয়োজনে বাড়িওয়ালাকেও আইনের আওতায় আনা হবে।’ বিডি-প্রতিদিন