১লা সেপ্টেম্বর, ২০১৬ ইং, বৃহস্পতিবার ১৭ই ভাদ্র, ১৪২৩ বঙ্গাব্দ


জঙ্গিবাদ দমনে যুক্তরাষ্ট্র সব ধরনের সহযোগিতা করবে : স্বরাষ্ট্রমন্ত্রী


Amaderbrahmanbaria.com : - ৩০.০৮.২০১৬

নিউজ ডেস্ক: বাংলাদেশের জঙ্গিবাদ দমনে মার্কিন যুক্তরাষ্ট্র সব ধরনের সহযোগিতা করবে বলে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন সফরে আসা সে দেশের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। আজ সোমবার বিকেলে রাজধানীর রমনা টেলিফোন ভবনে মাস্টাররোল শ্রমিক কর্মচারী কল্যাণ সমিতি আয়োজিত বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিক ও ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার দাবি ও জঙ্গিবাদের বিরুদ্ধে আলোচনা সভায় এমন তথ্যই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

জঙ্গিবাদের বিরুদ্ধে আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নতুন করে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে। তবে তাদের মোকাবিলায় দেশবাসী সচেতন ও ঐক্যবদ্ধ। জঙ্গিবাদ শুধু দেশীয় সমস্যা নয় উল্লেখ করে তিনি বলেন, এই উগ্রপন্থা দমনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সাথে আলোচনা হয়েছে।’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে কামাল বলেন, ‘মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আসছেন। তিনি অনেক কথাই শুনলেন, তিনি অনেক কথাই আমাদের সঙ্গে শেয়ার করলেন। স্বীকার করলেন, কথা বললেন। অনেককিছু সহযোগিতার আশ্বাস দিয়ে গেছেন।’

সভায় আসাদুজ্জামান খাঁন বলেন, ‘আমি টেকনাফ থেকে তেঁতুলিয়ায় যেখানেই যাই, সেখানেই দেখি হাজার হাজার মানুষের ঢল। সবখানে একই কথা একই উচ্চারণ, আমরা জঙ্গিবাদকে রুখে দেব। আমরা রুখে দাঁড়াবার জন্যই ঘুরে দাঁড়িয়েছি।’ সূত্র: এনটিভি অনলাইন





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদকঃ জাবেদ রহিম বিজন
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close