১লা সেপ্টেম্বর, ২০১৬ ইং, বৃহস্পতিবার ১৭ই ভাদ্র, ১৪২৩ বঙ্গাব্দ


দেশি সন্ত্রাসে আইএস যোগ আছে : কেরি


Amaderbrahmanbaria.com : - ২৯.০৮.২০১৬

নিউজ ডেস্ক: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ঢাকা সফরের সময় বলেছেন, বাংলাদেশে যারা জঙ্গি কার্যক্রমের সাথে জড়িত তাদের সাথে আইএস-এর যে যোগসূত্র আছে তাতে কোন সন্দেহ নেই।

সোমবার নয় ঘন্টার জন্য ঢাকা সফরে এসে এক বক্তব্যে মি. কেরি বলেন, বাংলাদেশে ক্রমবর্ধমান সন্ত্রাসবাদ মোকাবেলার বিষয়টি নিয়ে সরকারের সাথে তার খোলামেলা আলোচনা হয়েছে।

ঢাকায় এডওয়ার্ড এম. কেনেডি সেন্টারে নাগরিক সমাজ এবং তরুণদের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে মি. কেরি বেশ পরিষ্কার করেই বলেছেন, বাংলাদেশের জঙ্গিদের সাথে ইরাক ও সিরিয়ার জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের যোগসূত্র আছে। এ বিষয়টি নিয়ে আর কোন বিতর্কের অবকাশ নেই বলে উল্লেখ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, “আমরা এটা পরিষ্কার করে বলেছি। ইরাক এবং সিরিয়ার আইসিল (আইএস) -এর সাথে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের আটটি সংগঠনের যোগাযোগ আছে। দক্ষিণ এশিয়া তার মধ্যে অন্যতম।“

“আমাদের আলোচনায় এটা পরিষ্কার করে বলেছি। এ নিয়ে কোন বিতর্ক নেই।” বাংলাদেশের সরকার বরাবরই বলছে, দেশটিতে জঙ্গি হামলার পেছনে আইএস-এর কোন সম্পৃক্ততা নেই। দেশীয় জঙ্গিগোষ্ঠিগুলো এ ধরনের কাজ করছে বলে বাংলাদেশ সরকার মনে করে।
কিন্তু সরকারের এ ধরনের দাবি নিয়ে বিতর্ক আছে।

এ বিষয়টি উল্লেখ করে একজন সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাশের সরকার ‘বালুতে মুখ গুঁজে’ অর্থাৎ বিষয়টিকে উপেক্ষা করছে কিনা?
মি. কেরি মনে করেন, বাংলাদেশ সরকার বিষয়টিকে উপেক্ষা করছে না।

তিনি বলেন, “মন্ত্রী যখন বলেন এটা দেশীয়, তার মানে হচ্ছে এখানে বিদেশি কোন যোদ্ধা থেকে এসে হামলা করছে না। যারা এসব কাজের সাথে জড়িত তারা এদেশেরই কিছু মানুষ।“

“কিন্তু এর অর্থ এই নয় যে, এখানকার এদের (জঙ্গিদের) সাথে ইন্টারনেট বা সামাজিক যোগাযোগের মাধ্যমে অন্য জায়গার জঙ্গিদের প্রভাব নেই।” মি. কেরি জানান, সন্ত্রাসবাদ মোকাবেলায় ঢাকা এবং ওয়াশিংটন আরো জোরালোভাবে কাজ করবে। খবর বিবিসি বাংলার





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদকঃ জাবেদ রহিম বিজন
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close