১লা সেপ্টেম্বর, ২০১৬ ইং, বৃহস্পতিবার ১৭ই ভাদ্র, ১৪২৩ বঙ্গাব্দ


জিএসপি সুবিধা বৃদ্ধির আহবান রওশনের


Amaderbrahmanbaria.com : - ২৯.০৮.২০১৬

 
নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের অন্যতম বন্ধুরাষ্ট্র উল্লেখ করে বলেছেন, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের অধিকাংশ শ্রমিক নারী। এ শিল্পে যুক্তরাষ্ট্র সব ধরনের সুবিধা বৃদ্ধি করে নারীকে আরো স্বাবলম্বী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা বৃদ্ধির আহ্বান জানান।

সোমবার বিকেলে মার্কিন দূতাবাসের উদ্যোগে রাজধানীর অ্যাডওয়ার্ড এম কেনেডি সেন্টার ফর পাবলিক সার্ভিস অ্যান্ড আর্টস (ইএমকে সেন্টার) মিলনায়তনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র এ দেশে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে উন্নয়নে অন্যতম অংশীদার হতে পারে। বাংলাদেশ নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে।

বৈঠকে উপস্থিত জাপার এক সংসদ সদস্য বিবার্তাকে বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সমস্যা সমাধানে আমাদের আশ্বাস দিয়েছেন। এ ব্যাপারে মার্কিন সরকার যথাযথ পদক্ষেপ নেবে বলে আমাদের জানানো হয়েছে।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদকঃ জাবেদ রহিম বিজন
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close