১লা সেপ্টেম্বর, ২০১৬ ইং, বৃহস্পতিবার ১৭ই ভাদ্র, ১৪২৩ বঙ্গাব্দ
  • প্রচ্ছদ » slider 6 » গণতন্ত্র ও নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে : ফখরুল (ভিডিও)


গণতন্ত্র ও নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে : ফখরুল (ভিডিও)


Amaderbrahmanbaria.com : - ২৯.০৮.২০১৬


বাংলাদেশে সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সাথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে অনুষ্ঠিত বৈঠকে গণতন্ত্র ও নির্বাচন নিয়ে আলোচন হয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার বিকালে গুলশানে অবস্থিত মার্কিন দূতাবাসে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর সাংবাদিকদের সাথে ব্রিফকালে মির্জা ফখরুল ইসলাম এসব কথা জানান। বিকাল ৪টা ২০ মিনিটে বৈঠক শুরু হয়ে চলে প্রায় ৫টা ১০ মিনিট পর্যন্ত।
ফখরুল ইসলাম বলেন, বাংলাদেশকে একটি স্থিতি অবস্থায় ফিরিয়ে আনার জন্য তারা আমাদের ও বাংলাদেশের সঙ্গে সহযোগিতা করছেন। বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্যে মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য এবং আইনের শাসনকে প্রতিষ্ঠা করার জন্য তারা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব সহকারে কাজ করতে আগ্রহী।
মার্কিন সহযোগিতার মধ্য দিয়ে বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়ন এবং গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ফখরুল ইসলাম আলগমীর।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদকঃ জাবেদ রহিম বিজন
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close