১লা সেপ্টেম্বর, ২০১৬ ইং, বৃহস্পতিবার ১৭ই ভাদ্র, ১৪২৩ বঙ্গাব্দ
  • প্রচ্ছদ » খেলা » ‘আফগানিস্তানের বিপক্ষে সিরিজও চ্যালেঞ্জিং হবে’


‘আফগানিস্তানের বিপক্ষে সিরিজও চ্যালেঞ্জিং হবে’


Amaderbrahmanbaria.com : - ২৯.০৮.২০১৬

 

স্পোর্টস ডেস্ক :ইংল্যান্ড সিরিজের আগে আফগানিস্তানের বিপক্ষে তিন ওয়ানডে ম্যাচের সিরিজ খেলতে পারে বাংলাদেশ। মিরপুরে আগামী ২৫, ২৭ ও ২৯ সেপ্টেম্বর তিনটি ওয়ানডে খেলার পরিকল্পনা করছে দুই দেশের বোর্ড।সফর নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে খুব শিগগিরই সবকিছু চূড়ান্ত হবে বলে জানা গেছে।

গত ২৬ মার্চ বাংলাদেশ ক্রিকেট দল শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে। ছয় মাস পর ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে টাইগাররা। এজন্য ‘পুঁচকে’ আফগানিস্তানের বিপক্ষে সিরিজও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন টাইগার পেসার আল-আমিন হোসেন। তার ভাষ্য, ‘আফগানিস্তান আমাদের কাছে পাত্তাই পাবে না।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আয়ারল্যান্ড সফরের পাশাপাশি ঘরের মাটিতে টি-টোয়েন্টি লিগ খেলেছে আফগানিস্তানের ক্রিকেটাররা। মোট কথা খেলার ওপরে রয়েছে আফগানিস্তানের ক্রিকেটাররা। এ কারণে কিছুটা হলেও বাংলাদেশের থেকে এগিয়ে থাকবে আফগানরা। এমনটাই মনে করেন আল-আমিন, ‘ওরা অনেকদিন ধরে ভালো ক্রিকেট খেলছে। অন্যদিকে আমরা অনেক দিন ক্রিকেট থেকে বাইরে। এজন্য আমাদের প্রমাণ করতে হবে যে আমরা ভালো। সিরিজটি চালেঞ্জিং হবে। কারণ হচ্ছে, এখন প্রত্যেকটা দলই সমান-সমান। আমাদের বড় চ্যালেঞ্জ ওদেরকে সবগুলো ম্যাচ হারানোর। যতগুলো ম্যাচ আছে সেগুলো ভালো করা।’

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি আল-আমিনের জন্য প্রস্তুতির মঞ্চ। তিনি বলেন, ‘সিরিজটি যেমন চ্যালেঞ্জিং ঠিক তেমনি প্রস্তুতির ভালো মঞ্চও। ইংল্যান্ডের আগে ওদের বিপক্ষে সিরিজ জয় আমাদের বড় প্রাপ্তি হবে। দীর্ঘদিন পর মাঠে নেমে অভিজ্ঞতাও বাড়বে।’

ইংল্যান্ড দল বাংলাদেশ সফর করতে রাজী হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন ডানহাতি এ পেসার, ‘ইংল্যান্ড দল বাংলাদেশে আসবে, এটা টোটাল ক্রিকেটের জন্য স্বস্তির খবর। কারণ আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের পর জাতীয় দলের হয়ে একটি ম্যাচও খেলিনি। ইংল্যান্ড যদি না আসত তাহলে আমাদের অনেক ক্ষতি হতো। আমাদের ভক্ত, সমর্থক ও খেলোয়াড়দের সবার জন্য এটি স্বস্তিদায়ক।’





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদকঃ জাবেদ রহিম বিজন
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close