২৩শে আগস্ট, ২০১৬ ইং, মঙ্গলবার ৮ই ভাদ্র, ১৪২৩ বঙ্গাব্দ
পরবর্তী যেখানে জুতায় পানি খাওয়ানো হয় নারীদের


লাদেন বধের কাহিনি লেখকের ৭০ লাখ ডলার জরিমানা


Amaderbrahmanbaria.com : - ২০.০৮.২০১৬

 

 

আন্তর্জাতিক ডেস্ক : আল-কায়েদার প্রাক্তন প্রধান ও সে সময়ে যুক্তরাষ্ট্রের ১ নম্বর শত্রু ওসামা বিন লাদেনকে হত্যার অভিযান নিয়ে বই লেখায় লেখকের ৭০ লাখ ডলার জরিমানা হয়েছে।

লাদেন বধের অভিযানে থাকা নেভি সিলের এক কমান্ডো ছদ্মনামে নো ইজি ওয়ে শিরোনামে বইটি লেখেন। পেন্টাগনের ছাড়পত্র না নিয়ে এবং গোপন অভিযান নিয়ে কথা বলে আইন অমান্য করায় তাকে এ অর্থদন্ড দেওয়া হয়েছে।

২০১১ সালের মে মাসে পাকিস্তানের অ্যাবোটাবাদে যুক্তরাষ্ট্রের নেভি সিল অভিযান চালিয়ে ওসামা বিন লাদেনকে হত্যা করে। তার মরদেহ সাগরে ডুবিয়ে দেওয়া হয়। এ অভিযানের বর্ণনা দিয়ে ২০১২ সালে ছদ্মনামে বই লেখেন নেভি সিলের সদস্য ম্যাট বিসোনেট। প্রকাশের পরই বইটি বেস্টসেলার তালিকায় চলে আসে।

এরই মধ্যে বই বিক্রির মুনাফা এবং রয়্যালটির স্বত্ব ত্যাগ করেছেন ম্যাট বিসোনেট। এর বিনিময়ে সরকার আর যেসব বিষয় উত্থাপন করেছেন, তা প্রত্যাহার করা হয়।

বিশেষ অভিযান পরিচালনার দায়িত্বে থাকা নেভি সিলের সদস্যরা কোনোমতে অভিযান নিয়ে কথা বলার অধিকার রাখেন না এবং অভিযানের কৃতিত্ব নেওয়ারও কোনো সুযোগ নেই। কিন্তু এসব আইন অমান্য করায় বিসোনেটের বিরুদ্ধে ভার্জিনিয়ার একটি আদালতে মামলা হয়। আদালতের কাছে তিনি ভুল স্বীকার করেন। মার্ক টোয়েন ছদ্মনামে বিসোনেটের লেখা বইটি এখনো বাজারে আছে।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদকঃ জাবেদ রহিম বিজন

Amaderbrahmanbaria.com
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563



close