রবিবার, ২৪শে জুন, ২০১৮ ইং ১০ই আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পঞ্চম নিরাপত্তা সংলাপ আগামী মাসে

us-bangladesh-relationনিউজ ডেস্ক : নিরাপত্তা সংলাপে জঙ্গিবাদ ইস্যুর পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা, প্রথাগত ও অ-প্রথাগত নিরাপত্তাসহ সন্ত্রাসবাদ বিরোধিতা, সামরিক সহযোগিতা, দুর্যোগ ব্যবস্থাপনা, সাইবার নিরাপত্তা ও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে ধারাবাহিকভাবে আলোচনা হয়ে আসছে। যার মাধ্যমে উভয় দেশের মাঝে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে। তারই

ধারাবাহিকতায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পঞ্চম নিরাপত্তা সংলাপ আগামী ২ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে। এবারের নিরাপত্তা সংলাপে সন্ত্রাস দমন ইস্যু অধিক অগ্রাধিকার পাবে বলে ধারণা করা হচ্ছে।

আরও : দুই সন্তান রেখে প্রবাসীর স্ত্রী উধাও পরকীয়া প্রেমিকের সঙ্গে

এ নিরাপত্তা সংলাপে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট) রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম।

উল্লেখ্য, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম নিরাপত্তা সংলাপ অনুষ্ঠিত হয়েছিল ২০১২ সালের ১৯ এপ্রিল ওয়াশিংটনে। সেখানেই ২০১৩ সালে অনুষ্ঠিত হয় দ্বিতীয় সংলাপ। তৃতীয়টি হয় গত বছর ২২ এপ্রিল ঢাকাতে। চতুর্থ নিরাপত্তা সংলাপ হয় ওয়াশিংটন ডিসিতে।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

ইয়াবা দিয়ে আনসার সদস্যকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে!

কৃত্রিম প্রজননে টাকি মাছের পোনা উৎপাদনে সফলতা

ঈদ শেষে জলজট-যানজটে রাজধানীবাসীর ভোগান্তি

সৈয়দ আশরাফ অসুস্থ: প্রিয়জনদেরও চিনতে পারছেন না

বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ

কিয়ামতের আলামতসমূহ কি কি?