অনলাইন ডেস্ক : হলুদ বৃষ্টি ঘিরে আতঙ্ক ছড়াল ভারতের জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের ভাটিয়াপাড়া এলাকায়। শুক্রবার সকাল দশটার দিকে দক্ষিণ আলতাগ্রামের ভাটিয়াপাড়ায় হলুদ বৃষ্টি হয়।
জানা গিয়েছে, গ্রামের শুধু মাত্র চারটি বাড়ির উপরেই বর্ষন হয়েছে এই হলুদ বৃষ্টি। ঘটনার খবর পেয়ে ধূপগুড়ি স্বাস্থ্য বিভাগ থেকে মেডিক্যাল টিম যায়। সঙ্গে যান জেলার সহ কৃষি কর্মকর্তা দেবাশিষ সর্দার, বিডিও-র প্রতিনিধি। ঘটনাস্থলে গিয়ে বৃষ্টির নমুনা সংগ্রহ করেন তারা। তবে বিশেষজ্ঞ দলের দাবি, এটা অ্যাসিড বৃষ্টি নয়। সেটা হলে আশপাশের গাছের পাতা পুড়ে যেত। কিন্তু এদিন সেই ধরনের কিছুই লক্ষ্য করা যায় নি।
সহ কৃষি অধিকর্তা জানিয়েছেন, শুধুমাত্র চারটি বাড়িতে হলুদ বর্ষণ হয়েছে। যদিও এটা মুলত কী তা পরীক্ষা করে দেখা হচ্ছে। নমুনা সংগ্রহ করে বিডিও-কে রিপোর্ট দেওয়া হয়েছে।
অন্যদিকে ধূপগুড়ি ব্লক স্বাস্থ্য কর্মকর্তা সব্যসাচী মণ্ডল জানিয়েছেন, স্বাস্থ্য কর্মীদের একটি দলও ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছে। তিনি বলেন, এখনই এই বিষয়ে বিশদ কিছুই বলা যাবে না। নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে। রিপোর্ট এলেই সঠিকভাবে এই বৃষ্টির কারণ জানা যাবে।
সূত্র: এবেলা