g পা ভেঙে অলিম্পিক শেষ ফরাসি জিমন্যাস্টের | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ২১শে জুলাই, ২০১৭ ইং ৬ই শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

পা ভেঙে অলিম্পিক শেষ ফরাসি জিমন্যাস্টের

AmaderBrahmanbaria.COM
আগস্ট ৭, ২০১৬

---

 
স্পোর্টস ডেস্ক :২০১২ লন্ডন অলিম্পিকে তিনি অংশ নিতে পারেননি চোটের কারণে। অনেক স্বপ্ন নিয়ে তাই এবারের রিও অলিম্পিকে অংশ নিয়েছিলেন সামির আইত সাইদ। কিন্তু প্রথম দিনেই মারাত্মক দুর্ঘটনার শিকার এই ফরাসি জিমন্যাস্ট। দুই পা ভেঙে অলিম্পিকই শেষ হয় গেছে তার!
রিও অলিম্পিক অ্যারেনায় ভল্ট শেষ করে ল্যান্ডিংয়ের সময় দুর্ঘটনায় পড়েন সাইদ। আর উঠতে পারেননি। পায়ের নিচের অংশ উল্টে গেছে। হাঁটু মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে। পরে জানানো হয়, তার দুই পাই ভেঙে গেছে।

sayed1470556114

২৬ বছর বয়সি সাইদ রিং স্পেশালিস্ট হিসেবেই পরিচিত। ২০১৩ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে সোনাও জিতেছিলেন। রিও অলিম্পিকে ফ্রান্সের বড় ভরসা ছিলেন তিনিই। কিন্তু প্রথম দিনেই যে শেষ হয়ে গেল তার অলিম্পিক মিশন!