খোঁজ মেলেনি ভারতের সামরিক বিমানের
---
২৪ ঘণ্টার বেশি সময় কেটে গেলেও এখনও নিখোঁজ ভারতের বিমানবাহিনীর এএন-৩২ পরিবহন বিমান। তল্লাশি অভিযান চলছে পুরোদমে। কিন্তু ২৯ যাত্রী নিয়ে নিখোঁজ বিমানটির কোনও সন্ধান এখনও পর্যন্ত পাওয়া যায়নি। চারটি বিমান, ১২টি জাহাজ ও একটি সাবমেরিন বঙ্গোপসাগরে খোঁজ চালাচ্ছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। গত কয়েক বছরের মধ্যে এটিই দেশের বৃহত্তম তল্লাশি অভিযান বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় তামিলনাড়ূর চেন্নাইয়ের তাম্বরম ঘাঁটি থেকে বঙ্গোপসাগরের আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের উদ্দেশে যাত্রা করেছিল বিমানটি। নিখোঁজ হওয়ার পর থেকে বঙ্গোপসাগরে ব্যাপক তল্লাশি চালাচ্ছে দেশটির বিমান, নৌ এবং উপকূলরক্ষী বাহিনী। খারাপ আবহাওয়ার জন্য তল্লাশি অভিযানেও বিঘ্ন হচ্ছে। আরোহীদের মধ্যে ২৩ নৌ ও সেনাবাহিনীর কর্মকর্তা এবং ৬ জন ক্রু রয়েছেন। পুরো বিষয়টির ওপর নজর রেখেছেন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকর। শনিবার তল্লাশি প্রক্রিয়া খতিয়ে দেখতে তিনি চেন্নাই পৌঁছান।
বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, বিমানটি স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটে পোর্ট ব্লেয়ারে পৌঁছানোর কথা ছিল। কিন্তু আকাশে ওড়ার ১৫ মিনিটের মাথায় ৮টা ৪৫ মিনিটে বিমানটির সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে যায়। বিমান পরিবহন কর্তৃপক্ষ জানায়, রাডার থেকে হারিয়ে যাওয়ার আগে এএন-৩২ বিমানটির সর্বশেষ অবস্থান ছিল বঙ্গোপসাগর। সর্বশেষ যোগাযোগের সময় পাইলট তার বার্তায় সবকিছু ঠিক আছে বলেই জানিয়েছিলেন।
১৯৯৯ সালে এ মডেলেরই একটি বিমান দুর্ঘটনায় পড়েছিল। ভারতের বিমানবাহিনীতে এ ধরনের একশ’রও বেশি বিমান রয়েছে।