তিন উপায়ে রুপার গয়না ভালো রাখুন
---
নিউজ ডেস্ক : রুপায় গয়নার সঠিক যত্ন নিলে এগুলো অনেক বছর ভালো থাকবে। আর ঠিকঠাকভাবে পরিষ্কার করলে এগুলো নতুনের মতো ঝকঝকও করবে। এ বিষয়ে টাইমস অব ইন্ডিয়ায় তিনটি পরামর্শ দেওয়া হয়েছে। একনজরে চোখ বুলিয়ে নিন।
লবণ ও বেকিং সোডা
একটি বাটিতে সামান্য গরম পানি, দুই টেবিল চামচ লবণ ও সামান্য বেকিং সোডা ভালো করে মিশিয়ে নিন। এবার রুপার গয়নাগুলো এই মিশ্রণে ভিজিয়ে পাঁচ মিনিট রেখে দিন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে রুপার গয়না অনেকদিন ভালো থাকবে।
অলিভ অয়েল ও লেবুর রস
আধা কাপ লেবুর রসের সঙ্গে এক টেবিল চামচ অলিভ অয়েল মেশান। এবার একটি কাপড়ে এই মিশ্রণ নিয়ে রুপার গয়নাগুলো ভালো করে মুছে নিন। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
সাদা ভিনেগার ও বেকিং সোডা
একটি বাটিতে এক কাপ সাদা ভিনেগারের সঙ্গে দুই টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে এর মধ্যে রুপার গয়না দুই থেকে তিন ঘণ্টা ভিজিয়ে রাখুন। এবার পানি দিয়ে ধুয়ে ভালো করে শুকিয়ে ফেলুন। এতে রুপার গয়নার কালচে দাগ সহজেই দূর হবে।