আখাউড়ায় ভোট পুন:গণনার দাবি
---
মহিছুজ্জামান কাজল ব্রাহ্মণবাড়িয়া॥ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ৩নং মোগড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাধারন সদস্য (মেম্বার) পদের ভোট গণনায় কারচুপি হয়েছে অভিযোগ এনে পুন:গণনার দাবি করা হয়েছে। সদস্য প্রার্থী মো. মমিন মিয়া গতকাল সোমবার আখাউড়া উপজেলার নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে লিখিতভাবে এ দাবি জানান।
ওই ওয়ার্ডের প্রার্থী মমিন মিয়া ও মো. আমিনুল ইসলাম অভিযোগ করেন, বাতিল ভোট জয়ী প্রার্থীর পক্ষে গণনা করা হয়েছে। কেননা, প্রিসাইডিং অফিসার প্রথমে ৭১ ভোট বাতিল বললেও ফলাফল বিবরণীতে দেখা যায় ৩৪ ভোট বাতিল দেখানো হয়েছে। গত শনিবার ভোট গণনা শেষে মোরশেদ আলম ৩৮৫, মমিন মিয়া ৩৭১ ও আমিনুল ইসলাম ৩৫৫ ভোট পান বলে প্রিসাইডিং অফিসার মৌখিকভাবে জানান। কিন্তু তাৎক্ষনিকভাবে তিনি ফলাফল বিবরণী দেননি।
আখাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বদর উদ-দোজা ভূঁইয়া একটি আবেদন প্রাপ্তির বিষয় স্বীকার করেছেন। তিনি জানান, নির্বাচন অফিসের ভোটগণনার এখতিয়ার না থাকায় অভিযোগকারিদের নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করতে বলা হয়েছে।