খালেদা জিয়া আগামীকাল আদালতে যাচ্ছেন না
---
নিজস্ব প্রতিবেদক : ‘জিয়া চ্যারিটেবল ট্রাস্ট’ দুর্নীতি মামলায় নিজের সমর্থনে বক্তব্য দেয়ার জন্য বৃহ:পতিবার আদালতে যাচ্ছেন না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।আজ বুধবার বিএনপি চেয়ারপারসনের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।এ মামলায় পুলিশের কেস ডায়েরি (সিডি) তলব এবং তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক হারুন-অর-রশীদকে পুন:রায় জেরা করার জন্য নিম্ন আদালতে আদেশের বিরুদ্ধে খালেদা জিয়ার রিভিশন আবেদন হাইকোর্টে বিচারাধীন থাকায় তাঁকে আদালতে যেতে হবে না বলে জানিয়েছেন আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।
গত ১৭ এপ্রিল খালেদা জিয়ার নিজের সমর্থনে আদালতে বক্তব্য দেয়ার কথা ছিল। কিন্তু ওই দিন খালেদা জিয়ার পক্ষ থেকে এ মামলায় পুলিশের কেস ডায়েরি (সিডি) তলব এবং তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক হারুন-অর-রশীদকে পুন:রায় জেরা করার জন্য আবেদন খারিজ করে দেন আদালত। একই সঙ্গে গত ২৫ এপ্রিল খালেদা জিয়া আদালতে উপস্থিত হওয়ার কথা ছিল। ওইদিন সময় প্রার্থনা করেন তাঁর আইনজীবীরা। পরে আদালত ৫ মে শুনানির দিন ধার্য করেন।