সোমবার, ২৬শে মার্চ, ২০১৮ ইং ১২ই চৈত্র, ১৪২৪ বঙ্গাব্দ

দৃষ্টিশক্তি উন্নত করতে গুগলের যন্ত্র

18984-eye-1নিউজ ডেস্ক : চোখ মানব শরিরের সবচেয়ে গুরুত্বপূর্ন অঙ্গ। চোখের দৃষ্টিশক্তি উন্নত করতে গুগল একটি যন্ত্র তৈরি করতে পারে, যা চোখের মণিতে ব্যবহার করা যাবে। গুগল সম্প্রতি যুক্তরাষ্ট্রে এ যন্ত্রের পেটেন্ট আবেদন করেছে। এতে চোখে লেজার সার্জারির পরিবর্তে যন্ত্রটি সরাসরি ইনজেকশন আকারে দেওয়া যাবে।

ফোর্বসের প্রতিবেদনে জানানো হয়, যন্ত্রটির নকশা এমনভাবে করা হয়েছে, যাতে রেটিনাতে আলোর ফোকাস বাড়াতে সাহায্য করবে। চোখে যাঁরা কম দেখেন, তাঁদের দৃষ্টিশক্তি উন্নত হবে। এ যন্ত্রটিতে নিজস্ব তথ্যভান্ডার, রেডিও ও লেন্স থাকবে। এটি দূরনিয়ন্ত্রিত পদ্ধতিতে একটি অ্যানটেনার সাহায্যে শক্তি সংগ্রহ করবে।

গুগল কর্তৃপক্ষ অবশ্য নতুন এই যন্ত্র সম্পর্কে কোনো তথ্য আনুষ্ঠানিকভাবে জানায়নি। গুগল যন্ত্রটির পেটেন্ট করালেও শিগগিরই যন্ত্রটি বাজারে আসবে এমন কোনো নিশ্চয়তা নেই। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো অনেক পেটেন্ট করালেও অনেক যন্ত্রই শেষ পর্যন্ত আলোর মুখ দেখে না। তবে গুগলের এ যন্ত্রটির জন্য অনেকে চোখ খোলা রাখবেন। তথ্যসূত্র: সিনেট।

Print Friendly, PDF & Email