বৃহস্পতিবার, ২৯শে মার্চ, ২০১৮ ইং ১৫ই চৈত্র, ১৪২৪ বঙ্গাব্দ

আখাউড়ার সাবেক অধ্যক্ষ আব্দুল গাফফার খান আর নেই

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া শহীদ স্মৃতি কলেজের সাবেক অধ্যক্ষ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গাফফার খান (৬৫) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া …. রাজিউন)। গতকাল শনিবার  ঢাকার শেরেবাংলা নগরস্থ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
এর আগে হঠাৎ অসুস্থ হয়ে তাঁকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ১ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের বাড়ি উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের মনিয়ন্দ গ্রামে।

এদিকে অধ্যক্ষ আব্দুল গাফফার খানের আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। রাজনৈতিক অঙ্গণ, শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রীসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকাবহ পরিবেশ তৈরি কর।

আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদিন জানান, গাফফার খান হৃদরোগ, লাঞ্চের সমস্যা সহ নানা রোগে ভোগছিলেন।মরহুমের প্রথম নামাজে জানাযা রবিবার বেলা ২টায় তাঁর দীর্ঘ দিনের কর্মস্থল শহীদ স্মৃতি কলেজ মাঠে এবং দ্বিতীয়  জানাজা বাদ আছর দক্ষিণ মনিয়ন্দ প্রাইমারী স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। পরে তাকে পারিবারিক গোরস্থানে সমাহিত করা হয়।

এদিকে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল গাফফার খানের মৃত্যুতে শোক জানিয়েছেন কসবা-আখাউড়ার সংসদ সদস্য আইনমন্ত্রী এড. আনিসুল হক, সাবেক সংসদ সদস্য এড. শাহ আলম, শহীদ স্মৃতি কলেজের অধ্যক্ষ, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মো. জয়নাল আবেদীন।
Print Friendly, PDF & Email