সোমবার, ২৬শে মার্চ, ২০১৮ ইং ১২ই চৈত্র, ১৪২৪ বঙ্গাব্দ

হকিং সমাধিস্থ হবেন নিউটন ও ডারউইনের পাশেই!

অনলাইন ডেস্ক : কালজয়ী পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং (৭৬) এক সপ্তাহ আগে মারা গেছেন। লন্ডনের ওয়েস্টমিনস্টার গোরস্থানে বিশ্ববিখ্যাত এই বিজ্ঞানীকে সমাধিস্থ করা দেওয়া হবে৷ আইজ্যাক নিউটন ও চার্লস ডারউইনের পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন তিনি। তাঁর পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার একথা জানানো হয়েছে৷

ওয়েস্টমিনস্টার-এর ডিন রেভারেন্ড জন হল বলেছেন, ‘প্রফেসর স্টিফেন হকিংকে বিখ্যাত বিজ্ঞানীদের পাশেই সমাধিস্থ করা হবে৷ ১৭২৭ সালে এই গোরস্থানে স্যার আইজ্যাক নিউটনকে সমাধিস্থ করা হয়৷ ১৮৮২ সালে নিউটনের পাশেই কবর দেওয়া হয় চার্লস ডারউইনকে৷ এই গোরস্থানে আর্নেস্ট রাদারফোর্ড ও জোসেফ জন থমাসের কবরও রয়েছে।

হকিংয়ের সন্তানরা জানিয়েছেন, ৩১ মার্চ স্টিফেন হকিংকে সমাধিস্থ করা হবে৷ ক্যামব্রিজেই হবে তাঁর শেষকৃত্য। কেননা, এই শহরকে ভীষণ ভালোবাসতেন তিনি। ৫০ বছরেরও বেশি সময় তিনি এই শহরেই কাটিয়েছেন।এরপর ট্রিনিটি কলেজেও তাঁর স্মরণে অনুষ্ঠান হবে৷ সেখানে হকিংয়ের পরিবারের সঙ্গে উপস্থিত থাকবেন তাঁর ছাত্রছাত্রী ও বন্ধুরা৷

প্রসঙ্গত, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ‘লুকেশিয়ান প্রফেসর অব ম্যাথামেটিক্স’ খেতাব পেয়েছিলেন স্টিফেন হকিং৷ আর তাঁর ‘ব্ল্যাক হোল থিয়োরি’ তো সর্বজনবিদিত৷

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

আজীবন নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন স্মিথ-ওয়ার্নার

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

গুগল ডুডলে স্বাধীনতা দিবস

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলন

ইয়েমেনে ক্ষুধার্ত শিশুদের জন্য দরকার ৩৫০ মিলিয়ন ডলার

আজমীর শরীফের দরগায় সোনিয়া-রাহুলের