বৃহস্পতিবার, ১লা জুন, ২০১৭ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ

ক্রেন থেকে পড়ে গেলো বিশাল বিমান

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ১০, ২০১৬

---

160410091912_crane_plane_india_640x360_afp_nocreditভারতে অব্যবহৃত একটি বিমান ক্রেনের সাহায্যে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরের সময় বিমানটি একটি ভবনের দেওয়ালের ওপর পড়ে গেছে দক্ষিণ ভারতে রোববার সকালে এই ঘটনা ঘটে। বিশাল আকৃতির একটি ক্রেনের সাহায্যে বিমানটি নিয়ে যাওয়া হচ্ছিলো।এয়ার ইন্ডিয়ার এই বিমানটিকে মাটি থেকে ৬০ ফুটের মতো উপরে তোলা হলে হঠাৎ করে বিমানটি নিচে পড়ে যায়।কর্মকর্তারা বলছেন, হঠাৎ করেই ক্রেনটি ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায়।

বিমানটিকে হায়দ্রাবাদের বেগামপেট বিমানবন্দর থেকে চার কিলোমিটার দূরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট প্রশিক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছিলো।বিমানটির ওজন ২৫ টনের মতো।এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে কর্মকর্তারা বলছেন, এটা বিপর্যয়কর হয়ে উঠতে পারতো কারণ দুর্ঘটনাটি যেখানে ঘটেছে তার কাছেই ছিলো একটি স্কুল।দুর্ঘটনায় বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে।কিন্তু এয়ার ইন্ডিয়ার কর্মকর্তা বলছেন, দুর্ঘটনা সত্ত্বেও বিমানটিকে ফ্লাইট প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হবে।

এ জাতীয় আরও খবর