g রাজধানীর লালবাগে পিস্তল-ইয়াবাসহ আটক ৩ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ২৯শে জুলাই, ২০১৭ ইং ১৪ই শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

রাজধানীর লালবাগে পিস্তল-ইয়াবাসহ আটক ৩

AmaderBrahmanbaria.COM
মার্চ ১, ২০১৬

---

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পুরান ঢাকার লালবাগের পোস্তার একটি বাড়ি থেকে বিদেশি পিস্তল ও ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আটককৃতরা হলেন- হানিফ, জীবন ও আরিফ।সোমবার রাত ৮টার দিকে পোস্তার ৬৭/২ নম্বর বাড়ির চতুর্থ তলা থেকে তাদের আটক করে ডিএনসির গুলশান সার্কেল।

 

2015_12_08_14_32_09_jTvWJLze6RlJgeSecdSe4RUo5dENbE_256xauto

এ ব্যাপারে সার্কেল পরিদর্শক মো. লায়েকুজ্জামান বাংলামেইলকে জানান, ‘আটক ৩ জন চিহ্নিত মাদক ব্যবসায়ী। এরা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা এনে রাজধানীতে বিক্রি করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটককালে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।’এ ঘটনায় মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।