g রাজধানীতে মধ্যরাত ও ভোরে কুপিয়ে ছিনতাই, আহত ২ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ২৯শে জুলাই, ২০১৭ ইং ১৪ই শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

রাজধানীতে মধ্যরাত ও ভোরে কুপিয়ে ছিনতাই, আহত ২

AmaderBrahmanbaria.COM
মার্চ ১, ২০১৬

---

 

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ি ও খিলগাঁওয়ে পৃথক দুটি ছিনতাইয়ের ঘটনায় দুইজন আহত হয়েছেন। আহতরা হলেন— সবুজ মিয়া (৩৫) ও সাদ্দাম হোসেন (২২)। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

2015_12_18_09_05_44_a9DmyJx7AbyJefyuLq746wX1jvHcnN_original

 

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর ৫টার দিকে যাত্রাবাড়ি থানাধীন ধলপুরে ছিনতাইকারীদের কবলে পড়েন সবুজ মিয়া নামে প্রাণ কোম্পানির এক কর্মচারী। তিনি সায়দাবাদ থেকে ধরপুরে তার বাসায় ফিরছিলেন। ধলপুর কমিউনিটি সেন্টারের সামনে আসলে ৪/৫জন ছিনতাইকারী তার পথরোধ করে এলাপাথাড়ি কোপায়। দুর্বৃত্তরা তার কাছে থাকা ৭ হাজার টাকা এবং মোবাইল ফোন নিয়ে যায়।

 

 

এর আগে রাত ২টার দিকে খিলগাঁও খিদমাহ হাসপাতালের সামনে ছিনতাইকারীরা সাদ্দাম হোসেন নামে এক প্রাইভেট কার চালককে কুপিয়ে ২২ হাজার টাকা নিয়ে যায়।ঢাকা মেডিকেলের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।