g আমিরাতকে ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ২১শে অক্টোবর, ২০১৭ ইং ৬ই কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

আমিরাতকে ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান

AmaderBrahmanbaria.COM
মার্চ ১, ২০১৬

---

pakk-400x236নিজেদের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৭ উইকেটে হারিয়ে এশিয়া কাপে টিকে থাকল পাকিস্তান।আরব আমিরাতের বিপক্ষে মাত্র ১৭ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়লেও ঘুরে দাঁড়ায় পাকিস্তান। আমিরাতকে মাত্র ১২৯ রানে বেঁধে ফেললেও ব্যাটিং এর সূচনাটা ভালো করতে পারে নি পাকিস্তান। সার্জিল খান ব্যক্তিগত মাত্র ৪ রানে আমজাদ জাভেদের এলবিডব্লিউয়ের শিকার হন। খুররম মাঞ্জুর ও রাতে জাভেদের বলেই প্যাভিলিয়নে ফেরেন। মোহাম্মদ হাফিজ রানের গতি সচল রাখলেও ১১ রানে জাভেদের বলে ফাহাদকে ক্যাচ দিয়ে বিদায় নেন। এরপরে হাল ধরেন শোয়েব মালিক ও উমর আকমল। দুজনেই দলকে শতক অতিক্রম করতে সহায়তা করেন। একই সাথে শতকের পার্টনারশিপ গড়েন।
পাকিস্তানি এই দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যানের ব্যক্তিগত অর্ধশতকের ওপর ভর করে জয় ছিনিয়ে নেয়। শোয়েব মালিক ও উমর আকমল যথাক্রমে রান করেন। এদিকে আমিরাতের ব্যাটিং লাইনে প্রথম আঘাত হানেন মোহাম্মদ সামি। দ্বিতীয় ওভারের শেষ বলে সামির ডেলিভারিতে রোহান মোস্তফা শহীদ আফ্রিদির হাতে ধরা পড়েন। আর তৃতীয় ওভারের চতুর্থ বলে আমিরের বলে বোল্ড হয়ে যান মোহাম্মদ কলিম। পরের ওভারেই ইরফানের বলে কট বিহাইন্ড হয়ে যান মোহাম্মদ শেহজাদ। এরপরে ৬ উইকেট হারিয়ে আমিরাত সংগ্রহ করে ১২৯ রান।
আন্তর্জাতিক টি২০-তে দুদলের এটিই প্রথম মুখোমুখি লড়াই। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে ম্যাচটি। এশিয়া কাপ টি২০-এর ম্যাচে সোমবার সন্ধ্যায় ম্যাচ শুরুর আগেই টস ভাগ্যে হেরে যান পাক অধিনায়ক শহীদ আফ্রিদি। উইকেটের অভিজ্ঞতা মাথায় রেখে আরব আমিরাত অধিনায়ক আমজাদ জাভেদ শুরুতে ব্যাটিংয়ের সুযোগই গ্রহণ করেন। এটি পাকিস্তানের শততম টি২০ ম্যাচ। প্রথম দল হিসেবে আন্তর্জাতিক টি২০-তে এই মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে তারা। এই ম্যাচে অভিষেক হয়েছে পাকিস্তানের স্পিন অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজের। প্রথম ম্যাচে পাকিস্তানের বোলাররা দুর্দান্ত খেলেছে। তবে মাত্র ৮৪ রানের লক্ষ্য ভারতের সামনে থাকায় ম্যাচে পুরো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি আফ্রিদি বাহিনী।