g নরসিংদীতে জমি নিয়ে বিরোধের হামলায় কিশোরীর মৃত্যু | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ২৯শে জুলাই, ২০১৭ ইং ১৪ই শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

নরসিংদীতে জমি নিয়ে বিরোধের হামলায় কিশোরীর মৃত্যু

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ২৯, ২০১৬

---

 

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মনোহরদীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় হাজেরা (১৮) নামে আহত কিশোরী আজ সোমবার সন্ধ্যায় মারা গেছে।

 

norsingdhi1456758835

রোববার দুপুরে দুর্বৃত্তরা ওই কিশোরীসহ তার আব্দুল হক, চাচা মো. ফজলুল হক এবং চাচাতো খাই আব্দুর রশিদ কুপিয়ে মারাত্মক জখম করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যায় হাজেরা মারা যায়।

 

নিহতের পরিবার এবং থানা সূত্রে জানা যায়, উত্তর মাধুশাল গ্রামের শহিদুল্লাহ এবং আবুল কালামের পরিবারের মাঝে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার সালিশ বৈঠক বসে। গত রোববার দুপুরে আবুল কালাম, রফিক, আবু বকর ও এনামুলের নেতৃত্বে ৮/৯ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে শহিদুল্লাহর সবজি বাগানে ঢুকে চারা গাছ কেটে ফেলার সময় ফজলুল হক এসে বাধা দেয়। এ সময় তারা ফজলুল হককে মারপিট করতে থাকে। এ ঘটনা দেখে ফজলুল হকের স্বজনরা এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাদেরকেও দা এবং কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

 

আব্দুল হক এবং আব্দুর রশিদকে উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হলেও অবস্থা গুরুতর হওয়ায় হাজেরা ও ফজলুল হককে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হয়। হাজেরা প্রায় ৩০ ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়াই করে আজ সোমবার সন্ধ্যায় মারা যায়। ফজলুল হকের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা।

মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।