g গোপালগঞ্জে নিজ বাড়ির পাশের বাগান থেকে কলেজছাত্রীর মৃতদেহ উদ্ধার | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ২৯শে জুলাই, ২০১৭ ইং ১৪ই শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

গোপালগঞ্জে নিজ বাড়ির পাশের বাগান থেকে কলেজছাত্রীর মৃতদেহ উদ্ধার

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ২৮, ২০১৬

---

 

 

নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর গ্রাম থেকে তপতী বল (১৮) নামে এক কলেজছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ রোববার দুপুর ১২টার দিকে কৃষ্ণপুর গ্রামের নিজ বাড়ির পাশের একটি বাগান থেকে ওই কলেজছাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়।

 

lash_uddhar

নিহত তপতী ওই গ্রামের জগদীশ বলের মেয়ে ও শহরের লাল মিয়া সিটি কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের ছাত্রী।বৌলতলী পুলিশ ফাঁড়ির এসআই আবু নাঈম জানান, শনিবার গভীর রাতে যে কোনো সময় তপতী ঘর থেকে বের হন। সকালে তাকে নিজ ঘরে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করা হয়।

 

 

পরে নিজ বাড়ির পাশের একটি বাগানে তপতীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেন এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। বিকেল ৩টার দিকে লাশের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।তিনি আরো জানান, নিহতের গলায় ফাঁসের চিহ্ন করেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।