বৃহস্পতিবার ২২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র আনুষ্ঠানিক উদ্বোধন
---
যমুনা ছাড়া দেশের অন্য সব সার কারখানা আগামী মাস থেকে সাময়িকভাবে বন্ধ রাখা হবে। বন্ধ সার কারখানার গ্যাস দেয়া হবে বিদ্যুৎ উৎপাদনে। গ্রীষ্ম ও সেচে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে এ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরৗ।বুধবার বিদ্যুৎ ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তিনি। উপদেষ্টা এ সময় জানান, ৫৩৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৪টি নতুন বিদ্যুৎকেন্দ্র বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল সাড়ে দশটায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রগুলোর উদ্বোধন করবেন তিনি।তৌফিক ই ইলাহী বলেন, ‘সার কারখানা বন্ধ রেখে এর গ্যাস বিদ্যুৎ উৎপাদনের কাজে লাগানো হবে। এর উদ্দেশ্য হলো- বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখা এবং সেচে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ।’ তবে কতদিন সার কারখানা বন্ধ থাকবে তা জানাননি এই উপদেষ্টা।এ সময় বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম বলেন, ‘আসন্ন ইরি-বোরো মৌসুমে সেচে বিদ্যুৎ নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেয়া হচ্ছে। এজন্য সবাইকে একটু কষ্ট করতেই হবে। একটু ধৈর্য ধরতে হবে।’
আগামী ২০১৮ সালের মধ্যে লোডশেডিংয়ে বড় ধরনের পরিবর্তন আসবে-বলেন দাবি করেন তিনি।সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কড্ডা, ২২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন আশুগঞ্জ, ১০৮ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন পটিয়া এবং ৫২ দশমিক ২ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন জাঙ্গালিয়া বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করা হবে। বিদ্যুৎকেন্দ্রের পাশাপাশি কোটালীপাড়ায় ৬ হাজার পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগেরও উদ্বোধন করা হবে।এসময় বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ড. আহমেদ কায়কাউস, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।