এতিম-দুস্থদের মাঝে ১১০০ কেজি জাটকা দান
---
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কাওরান বাজারে অভিযান চালিয়ে ১১শ কেজি জাটকা বাজেয়াপ্ত করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসময় নিষিদ্ধ জাটকা মজুদ ও বিক্রির অপরাধে সাত জন মাছ বিক্রেতাকে আটক করা হয়।
জব্দকৃত এসব মাছ স্থানীয় এতিমখানা ও গরিব-দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে কাওরান বাজারেরর ১নং ডিআইটি মার্কেটের বিভিন্ন মাছের আড়তে র্যাব-২ এর উপ-পরিচালক ড. দিদারুল আলমের নেতৃত্বে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন অভিযানটি পরিচালনা করেন। এসময় মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক সৈয়দ আলমগীর এবং জাটকা সংরক্ষণ প্রকল্প পরিচালক জাহিদ হাবিব উপস্থিত ছিলেন।
আটককৃতদের বরাত দিয়ে ড. দিদারুল আলম জানান, ঢাকা শহরের বিভিন্ন বাজারে ইলিশ মাছের চাহিদা অনেক বেশি। এই চাহিদা মেটানো এবং বেশি মুনাফা লাভের আশায় দেশের নদী তীরবর্তী অঞ্চল বরিশাল, চাঁদপুর, পটুয়াখালী, সিরাজগঞ্জ ও ভোলা এলাকা থেকে মাছ সংগ্রহ করে মাছের মজুদ করা হচ্ছিল। আদালত আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে ৬ জনের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড এবং এক জনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।