বৃহস্পতিবার, ১৫ই জুন, ২০১৭ ইং ১লা আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

কাল শুরু বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ৭, ২০১৬

---

eztema-pre-42123-400x239প্রস্তুত ৫০ তম বিশ্ব ইজতেমা ময়দান। দেশ-বিদেশ থেকে এরই মধ্যে ধর্মপ্রাণ মুসল্লিরা আসতে শুরু করেছেন ইজতেমা মাঠে। আগামীকাল শুক্রবার ইজতেমার প্রথম পর্ব শুরু হয়ে শেষ হবে ১০ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে। আর চার দিন বিরতি দিয়ে দুই পর্বের এই ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে ১৫ জানুয়ারি থেকে।

ইজতেমা ময়দানের ১শ ৬০ একর জমির উপর নির্মিত সুবিশাল প্যান্ডেলের খুঁটিতে নম্বরপ্লেট, খিত্তা নম্বর, জুড়নেওয়ালি জামাতের কামরা, তাশকিল কামরা, হালকা নম্বর বসানোর কাজ এরই মধ্যে শেষ হয়েছে। সুস্পষ্টভাবে বয়ান শোনার জন্য পুরো মাঠে শব্দ প্রতিধ্বনিরোধক প্রায় সাড়ে ৩শ বিশেষ মাইক বসানো হয়েছে।

কোনো রকম বৈষয়িক লাভের আশা না করে, কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য দ্বীনের মেহনত করে ইজতেমা ময়দানে এরই মধ্যে আসতে শুরু করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ইজতেমা ময়দানে প্রবেশের জন্য খোলা রাখা হয়েছে ১৮টি পথ। অবাধ প্রবেশ নিশ্চিত করতে তুরাগ নদে ৮টি ভাসমান সেতুর ব্যবস্থা করা হয়েছে।

নিরাপত্তার জন্য বিভিন্ন স্থানে তৈরি করা হয়েছে পুলিশের পর্যবেক্ষণ টাওয়ার, বসানো হয়েছে সিসি ক্যামেরা। প্রথম পর্বে ১৭টি জেলার মুসল্লিরা ২৭টি খিত্তায় অবস্থান করবেন। এছাড়া মাঠের উত্তর-পশ্চিম কোণে বিদেশি মেহমানদের জন্য রয়েছে আলাদা খিত্তা।

এ জাতীয় আরও খবর

  • পূর্ণমন্ত্রী হচ্ছেন পলক ও তারানাপূর্ণমন্ত্রী হচ্ছেন পলক ও তারানা
  • বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রীবঙ্গবন্ধুর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • আগামীকাল সারাদেশে জামায়াতের সকাল-সন্ধ্যা হরতালআগামীকাল সারাদেশে জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল
  • নিজামীর রায়ে গণজাগরণ মঞ্চের উল্লাসনিজামীর রায়ে গণজাগরণ মঞ্চের উল্লাস
  • ব্রাহ্মণবাড়িয়ায় সিলেট-আশুগঞ্জ অপরিশোধিত জ্বালানী তেল সরবরাহ লাইন থেকে তেল চুরি করে পালানোর সময় লরী উল্টে আগুন,ঢাকা-সিলেট মহাসড়ক ২ ঘন্টা বন্ধব্রাহ্মণবাড়িয়ায় সিলেট-আশুগঞ্জ অপরিশোধিত জ্বালানী তেল সরবরাহ লাইন থেকে তেল চুরি করে পালানোর সময় লরী উল্টে আগুন,ঢাকা-সিলেট মহাসড়ক ২ ঘন্টা বন্ধ
  • নিজামীর ফাঁসি বহালনিজামীর ফাঁসি বহাল
  • চলে গেলেন সর্বকালের সেরা মুহাম্মাদ আলিচলে গেলেন সর্বকালের সেরা মুহাম্মাদ আলি
  • প্রধানমন্ত্রীকে অক্টোবরে ভারত সফরের আমন্ত্রণপ্রধানমন্ত্রীকে অক্টোবরে ভারত সফরের আমন্ত্রণ
  • সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো হবে না : প্রধানমন্ত্রী
  • টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫
  • বাড়তি কর আদায়ে তিন প্রস্তাব ঢাকার দুই মেয়রেরবাড়তি কর আদায়ে তিন প্রস্তাব ঢাকার দুই মেয়রের
  • শিশু জিহাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে নির্দেশ