g অচিরেই নিষিদ্ধ হচ্ছে জামায়াত | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বৃহস্পতিবার, ২০শে জুলাই, ২০১৭ ইং ৫ই শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

অচিরেই নিষিদ্ধ হচ্ছে জামায়াত

AmaderBrahmanbaria.COM
ডিসেম্বর ১৪, ২০১৫
news-image

---

ঢাকা: যুদ্ধাপরাধী দায়ে অভিযুক্ত জামায়াত ইসলামকে অচিরেই নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

শহীদ বুদ্ধিজীবী দিবসে সোমবার সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন।

হানিফ বলেন, ‘জাতিকে মেধাশূন্য করতে যারা পাকিস্তানিদের দোসর হয়ে সুপরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করেছে সেই শীর্ষ যুদ্ধাপরাধী মুজাহিদের রায় কার্যকর করা হয়েছে। জাতি আজ কলঙ্ক মুক্তির পথে আরও এক ধাপ এগিয়েছে।’

তিনি আরো বলেন, ‘পর্যায়ক্রমে সব যুদ্ধাপরাধীর বিচার করা হবে একাত্তরের যুদ্ধাপরাধীদের দল হিসেবে জামায়াত ইসলামকে অচিরেই নিষিদ্ধ করা হবে।’

এসময় দলের অন্যান্য নেতা-কর্মীরাও উপস্থিত ছিল।