শনিবার, ৭ই এপ্রিল, ২০১৮ ইং ২৪শে চৈত্র, ১৪২৪ বঙ্গাব্দ

৯ মিনিটে ৪ রেকর্ড!


চলতি মৌসুমের শুরুতে উল্ফসবার্গের বিপক্ষে বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের হয়ে নয় মিনিটে পাঁচ গোল করার কৃতিত্ব দেখিয়েছেন তারকা স্ট্রাইকার রবার্ট লেভানোদোস্কি। আর অসাধারণ এই কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের চারটি ভিন্ন সার্টিফিকেট অর্জন করেছেন এই পোলিশ তারকা। সেপ্টেম্বরে বুন্দেসলিগার ম্যাচটিতে মাত্র নয় মিনিটে পাঁচ গোল করে লেভানোদোস্কি অনন্য এই রেকর্ড গড়েন। আর এই পাঁচ গোলে তিনি করেছেন একইসাথে চারটি বিশ্ব রেকর্ড। তিন মিনিট ২২ সেকেন্ডে হ্যাটট্রিক করে বুন্দেসলিগা দ্রুততম হ্যাটট্রিক, ৫ মিনিট ৪২ সেকেন্ডে বুন্দেসলিগায় দ্রুততম চার গোল, ৮ মিনিট ৫৯ সেকেন্ডে বুন্দেসলিগায় দ্রুততম পাঁচ গোল ও বদলী খেলোয়াড় হিসেবে বুন্দেসলিগার কোনো ম্যাচে সর্বোচ্চ পাঁচ গোল করে তিনি একাই এক ম্যাচে এই রেকর্ড গড়েন। আলিয়াঁজ এরিনাতে অনুষ্ঠিত এক সম্মেলনে গিনেজ বিশ্ব রেকর্ডের প্রতিনিধি সায়িদা সুবাসি গেমিচির কাছ থেকে লেভানোদোস্কি সোমবার এই সার্টিফিকেটগুলো গ্রহণ করেন। ম্যাচটিতে বিরতি পর্যন্ত বায়ার্ন ১-০ গোলে পিছিয়ে থাকার পরে বায়ার্ন কোচ পেপ গার্দিওলা দ্বিতীয়ার্ধে লেভানোদোস্কিকে মাঠে নামান। আর মাঠে নেমেই ৫১ মিনিটে তিনি গোল দেয়া শুরু করেন। এরপর নয় মিনিটে একে একে আরো চার গোল দেন। ১৯৯১ সালে মাইকেল টনিসের করা দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড ভঙ্গ করে লেভানোদোস্কি প্রথম রেকর্ড গড়েন। টনিস ১৯৯১ সালে এমএসভি ডইসবার্গের হয়ে কার্লশ্রুহার এসসির বিপক্ষে মাত্র ৬ মিনিটে হ্যাটট্রিক করে জার্মান লীগে এই রেকর্ড গড়েছিলেন। ওই ম্যাচের পর থেকেই লেভানোদোস্কি আর থেমে থাকেননি। বুন্দেসলিগায় এখন পর্যন্ত ১৪ গোল করে বায়ার্নকে দ্বিতীয় স্থানে থাকা বরুসিয়া ডর্টমুন্ডের থেকে আট পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষে নিয়ে গেছেন।

Print Friendly, PDF & Email