অনেক নাটকীয়তার পর আবুধাবি টেস্ট ড্র
---
নিজস্ব প্রতিবেদক : প্রথম ইনিংসে ৫২৩ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। জবাবে চতুর্থ দিন শেষে প্রথম ইনিংসে ইংল্যান্ডের রান ৮ উইকেটে ৫৬৯। মানে দুবাই টেস্টের ভাগ্য নিশ্চিত ড্র। হয়েছেও তাই। কিন্তু শেষ দিনে অনেক নাটকীয় ঘটনার জন্ম দিয়ে। আলোর স্বল্পতার জন্য খেলা একটু আগে শেষ না হলে জিততে পারত ইংল্যান্ড।
বিশ্বাস হচ্ছে না তো? কিন্তু ঘটনা এরকমই। সকালে ৫৯৮ রান নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। নিশ্চিত ড্র ভেবে নিয়েই ব্যাটিং প্র্যাকটিসের মেজাজে নেমেছিল পাকিস্তান। সব কিছু ঠিকঠাকও চলছিল। ৩ উইকেটে ১০২ রানে চা বিরতিকে যাওয়া। কিন্তু প্রথম ইনিংসে বাজে বোলিং করা রশিদ আদিল এরপর যেন জাদু খুঁজে পেলেন বোলিংয়ে। দুড়মুড়িয়ে পড়তে থাকলো উইকেট। পাকিস্তানের দ্বিতীয় ইনিংস শেষ মাত্র ১৭৩ রানে। যেখানে ৬৪ রানে ৫ উইকেট আদিলের।
চরম নাটকীয়তা।১৯ ওভারে জিততে ইংল্যান্ডের দরকার ৯৯ রান। মানে ৫ দিনের ম্যাচ রুপ নিয়েছে টি-টোয়েন্টিতে। জয়ের পথেই এগুচ্ছিলো ইংল্যান্ড। কিন্তু ভাগ্যে না থাকলে যা হয় আর কি। ১১ ওভারে ৪ উইকেটে ইংল্যান্ডের রান যখন ৭৪, তখন দেখা দিল আলোর স্বল্পতা। শেষ পর্যন্ত আর হতেই পারলো না বাকি ওভারগুলো। ইংল্যান্ড তখন জয় থেকে ২৫ রান দূরে। নেহাত মন্দভাগ্য। ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।