g সুগার হলেই দেখিয়ে নিন চোখ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বুধবার, ১৮ই অক্টোবর, ২০১৭ ইং ৩রা কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

সুগার হলেই দেখিয়ে নিন চোখ

AmaderBrahmanbaria.COM
সেপ্টেম্বর ২৮, ২০১৫

---

রক্তে চিনির পরিমাণ বেড়ে গিয়েছে। সে আর এমন কী! বয়সকালে এ তো আকছার হচ্ছে। কিন্তু, সুগারের মাহাত্ম্য এখানেই, যে এটি ধীরে ধীরে চোখ, কিডনি-সহ নানা অঙ্গকে বিকল করে দেয়। দৃষ্টিশক্তি ক্ষীণ করে  অন্ধ করে দেয়। আসলে রক্তে সুগারের মাত্রা বেড়ে গেলে রেটিনার ভেতরের ছোট ছোট রক্ত নালীর ক্ষতি হয়। তার থেকে রক্ত ক্ষরণ হয়ে চোখ নষ্ট হয়ে যায়। এই পরিস্থিতিতে কী করবেন, পরামর্শ দিচ্ছেন চক্ষু বিশেষজ্ঞ বিবেক দত্ত।

 

 

তা হলে উপায়?

ডায়বেটিস ধরা পড়লেই চোখ দেখাবেন। হতেই পারে শরীরে ডায়বেটিস বাসা বেঁধেছে বেশ কিছু দিন, ধরা পড়ল দেরিতে। তত দিনে চোখের খানিকটা ক্ষতি হয়ে গিয়েছে। ধরা পড়লেই রেটিনা বিশেষজ্ঞকে দেখিয়ে নেবেন। দু’রকমের ডায়বেটিস আছে। টাইপ-১ ডায়বেটিস কম বয়সে হয়। এতে প্রথম পাঁচ বছর চোখের ক্ষতি হয় না। কিন্তু তার পর থেকে ক্ষতি হতে শুরু করে। প্রথম ১০ বছরে ৫০% আর ১৫ বছরে ৯৫% চোখের ক্ষতি হয়। টাইপ-২ ডায়বেটিস বেশি বয়সীদের হয়। যত দিন পুষে রাখবেন, তত বেশি ক্ষতি হবে চোখের। আবার প্রেগন্যান্সির সময়ও অনেকের ডায়বেটিস হয়। সেটি নিয়ন্ত্রণে না রাখায় বাচ্চার জন্মের পর চোখ নষ্ট হয়ে গিয়েছে এমন ঘটনাও বহু ঘটে। আসলে ডায়বেটিসের ক্ষতিকর প্রভাব থেকে চোখকে বাঁচাতে প্রথমেই দরকার কড়া হাতে নিয়ন্ত্রণ। তবে আজকাল অনেক আধুনিক চিকিৎসা এসেছে। যাতে অন্ধত্বের হাত থেকে চোখকে বাঁচানো সম্ভব। দৃষ্টিশক্তি ক্ষীণ হতে থাকলে লেজারের মাধ্যমে আটকানো সম্ভব। তবে অনেক ক্ষেত্রেই হারানো দৃষ্টিকে ফিরে পাওয়া যায় না। কিন্তু বাকিটা রক্ষা করে পুরোপুরি অন্ধত্বের হাত থেকে চোখকে বাঁচানো যায়।

 

ডায়াবেটিসে চোখের সুরক্ষায়—

 রক্তে সুগারের মাত্রাকে বশে রাখুন। বাড়তে দিলে হবে না।

• রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে হবে

• অ্যানিমিয়া হলে সেটিকে ঠিক করতে হবে।

 কোলেস্টেরলের মাত্রাকে বাড়তে দেওয়া চলবে না।

• কিডনিকেও ভাল রাখতে হবে।

এ জাতীয় আরও খবর

  • তিন ফরম্যাটেই শীর্ষে অনড় সাকিব
  • টেলিভিশনের শীর্ষ ৯ খবরটেলিভিশনের শীর্ষ ৯ খবর
  • প্রগতিশীল ছাত্র সংঘ, হাবলাউচ্চ (Progressive student club, Hablauchcha) এর ইতিকথাপ্রগতিশীল ছাত্র সংঘ, হাবলাউচ্চ (Progressive student club, Hablauchcha) এর ইতিকথা
  • শ্যামলের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ
  • খালেদা জিয়া ক্ষমতায় থাকলে ও শ্রমিকদের খুনি বিরোধী দলে থাকলেও খুনি -নৌ মন্ত্রী খালেদা জিয়া ক্ষমতায় থাকলে ও শ্রমিকদের খুনি বিরোধী দলে থাকলেও খুনি -নৌ মন্ত্রী
  • গাঁজা বৈধ হচ্ছে চিলিতেগাঁজা বৈধ হচ্ছে চিলিতে
  • অতিরিক্ত গরমেও সতেজ থাকার ৫টি উপায়
  • দেড় হাজার মামলা, আসামি লক্ষাধিক, গ্রেপ্তার ১৬,০০০দেড় হাজার মামলা, আসামি লক্ষাধিক, গ্রেপ্তার ১৬,০০০
  • ধর্ষণ করতে গিয়ে লিঙ্গ হারালেন মান্নান।
  • মির্জা ফখরুলকে কারাগারে ফেরত মির্জা ফখরুলকে কারাগারে ফেরত
  • গোল করেছেন ল্যান্ডিং, নায়ক রুবেল
  • মানুষ চেনা যাবে নাকের গঠন দেখে