এবার যৌন হয়রানি হজের মধ্যে!
---
পবিত্র হজের মধ্যে নারীদের যৌন হয়রানি করায় এক ব্যক্তিকে ধরে সাজা দেয়া হয়েছে বলে সৌদি আরবের একটি দৈনিক `সৌদি গেজেট` প্রকাশ করে।
রবিবার সংবাদপত্রটির ইন্টারনেট সংস্করণে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, মিনার জামারাতে প্রতীকী শয়তানের প্রতি পাথর ছোড়ার সময় হজ পালনরত নারীদের যৌন হয়রানির সময় পুলিশ ওই ব্যক্তিকে আটক করে।
মদিনা নিউজকে উদ্ধৃত করে এই সংবাদটি ছেপেছে সৌদি গেজেট।
খবরে প্রকাশ করা হয়েছে, গ্রেফতার হওয়া ৪০-৪৫ বছরের ওই ব্যক্তি এশীয় বংশোদ্ভূত। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। তাকে কারাদণ্ডসহ এক হাজার বেত্রাঘাতের সাজা দিয়েছে মক্কার একটি আদালত।
খবরে বলা হয়, সিসি টিভি ফুটেজ দেখে অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। তার পরনে হজের সেলাইবিহীন সাদা পোশাক ছিল না। সিসি টিভি ফুটেজে দেখা যায়, ওই ব্যক্তি নারীদের ভিড় লক্ষ্য করে একাধিকবার ঘুরে ঘুরে একই জায়গায় এসে পাথর ছুড়ছেন।
পরে ব্যুরো অব ইনভেস্টিগেশন অ্যান্ড পাবলিক প্রসিকিউশনের (বিআইপি) কর্মকর্তাদের জেরায় ওই ব্যক্তি নিজের দোষ স্বীকার করেন। এরপরেই তাকে সাজা দেয়া হয়।