চ্যানেল আইতে আজ রংতুলিতে মুক্তিযুদ্ধ
---
বিনোদন প্রতিবেদক : আজ মহান স্বাধীনতা দিবসে চ্যানেল আই প্রাঙ্গণে ৮মবারের মতো আয়োজিত হবে ‘আইএফআইসি ব্যাংক চ্যানেল আই রংতুলিতে মুক্তিযুদ্ধ’। গতকাল চ্যানেল আইতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আয়োজনের খুঁটিনাটি বিষয় তুলে ধরেন ইমপ্রেস টেলিফিল্ম লি. চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। অনুষ্ঠানের সঞ্চালক অভিনেতা ও চিত্রশিল্পী আফজাল হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন পৃষ্ঠপোষক আইএফআইসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাইকেল হাশমী। বরেণ্য চিত্রশিল্পী মনিরুল ইসলাম, গ্যালারি চিত্রকের প্রধান নির্বাহী মনিরুজ্জামান, লায়লা শারমিন ও সৈয়দ ইকবাল। মৌসুমী বড়ুয়ার উপস্থাপনায় চ্যানেল আইতে সরাসরি প্রচারিত সংবাদ সম্মেলনে বলা হয়, বরেণ্য ৫০ জন চিত্রশিল্পীর অংশগ্রহণে মুক্তিযুদ্ধ বিষয়ক এই চিত্রকলা অনুষ্ঠান ‘আইএফআইসি ব্যাংক চ্যানেল আই রংতুলিতে মুক্তিযুদ্ধ’ বেলা ২-১৫ মিনিটে উদ্বোধন করবেন শিক্ষাবিদ বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর। এবারের অনুষ্ঠানটি উৎসর্গ করা হয়েছে প্রখ্যাত শিল্পী কাইয়ূম চৌধুরীকে। বরেণ্য শিল্পীদের সঙ্গে শিশু একাডেমির খুদে আঁকিয়েরাও আজ ছবি আঁকবে। থাকবে রবীন্দ্রকন্যা রেজওয়ানা চৌধুরী বন্যা ও তার সুরের ধারার সংগীত পরিবেশনা। আজ মুক্তিযুদ্ধ জাদুঘরকে দেয়া হবে সম্মাননা। চ্যানেল আইতে সরাসরি প্রচারিতব্য ‘আইএফআইসি ব্যাংক চ্যানেল আই রংতুলিতে মুক্তিযুদ্ধ’ অনুষ্ঠানটি পরিচালনা করবেন আমীরুল ইসলাম।