রবিবার, ২৪শে ডিসেম্বর, ২০১৭ ইং ১০ই পৌষ, ১৪২৪ বঙ্গাব্দ

সিটি নির্বাচনে আসছে বিএনপি!

AmaderBrahmanbaria.COM
মার্চ ১৮, ২০১৫

---

BNP Logo mainসিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। দলটি বিশ্বাস করছে, যে কোনো নির্বাচনে তারা বিপুল ভোটে জয়ী হবে।

বুধবার (১৮ মার্চ) দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত শেষে এমন ইঙ্গিত দিলেন তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
খালেদার সঙ্গে তার গুলশান কার্যালয়ে ১ ঘণ্টা ২৪ মিনিটের সাক্ষাত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন দলের এই যুগ্ম-মহাসচিব।

সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি অংশ নেবে কিনা – এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'না তো করিনি! বিএনপি যে কোনো নির্বাচনে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। তবে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি দলের নীতি-নির্ধারণী বৈঠকে চূড়ান্ত হবে।'

এর আগে খালেদার উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনের বিষয়টি রাজনৈতিক, নেতারা বলতে পারবেন।  তবে যে কোনো নির্বাচনে গেলে বিপুল ভোটে জয় পাবে বিএনপি।

সাম্প্রতিক আইনজীবী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন,  সারাদেশে ৮০ ভাগ জাতীয়তাবাদী প্যানেল জয়ী হয়েছে। এর অর্থ দেশের মানুষ ভোটের অধিকার চায়। আইনজীবীরা গণতন্ত্র রক্ষার আন্দোলনে থাকবে।

খালেদা জিয়া আত্মসমর্পণে যাবেন কিনা সে প্রসঙ্গে তিনি বলেন, আইন অনুযায়ী যা করা প্রয়োজন সবই করবেন তিনি।

দলের কর্মসূচি প্রসঙ্গে এই নেতা বলেন, যতদিন গ্রহণযোগ্য নির্বাচন না দেওয়া হবে, ততদিন কর্মসূচির নির্দেশনা রয়েছে। বিরোধী রাজনৈতিক দলের হরতাল ছাড়া আর কী করণীয় আছে?

নিরীহ লোককে ধরে এনে অপরাধী হিসেবে উপস্থাপন করা হচ্ছে।

তিনি বলেন, তার(খালেদা) একটি কথা, ইনশাল্লাহ এই দিন থাকবে না। মানুষ ভোটের অধিকার ফিরে পাবে।

মাহ‍াবুব বলেন, বিএনপি কোন নির্বাচনে মোকাবেলায় ভয় পায় না। কমপক্ষে ১০ হাজার বিএনপি নেতাকর্মী জেলে, লাখের বেশি পালিয়ে। অজ্ঞাতে নির্যাতন চলছে তাদের ওপর। মিডিয়ায় সেসব এলে সারাদেশের মানুষ দেখতে পেত।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতা না থাকলে পেট্রোল বোমা নিক্ষেপ হতে পারে না।

banglanews24.com

এ জাতীয় আরও খবর

  •  ভারতীয় হাই কমিশনার কসবার খেওড়া গ্রাম পরিদর্শন ভারতীয় হাই কমিশনার কসবার খেওড়া গ্রাম পরিদর্শন
  • হেয়ার স্টাইলের রহস্য জানালেন রোনালদোহেয়ার স্টাইলের রহস্য জানালেন রোনালদো
  • দাম্পত্য সম্পর্ক গাঢ় করার ৩৫ উপায়দাম্পত্য সম্পর্ক গাঢ় করার ৩৫ উপায়
  • দক্ষিণ চীন সাগরের পথ আটকালেই যুদ্ধ, হুমকি চীনের!দক্ষিণ চীন সাগরের পথ আটকালেই যুদ্ধ, হুমকি চীনের!
  • ফেসবুকে আবেদনময়ী ছবি দেওয়ায় চাকরি হারালেন শিক্ষিকাফেসবুকে আবেদনময়ী ছবি দেওয়ায় চাকরি হারালেন শিক্ষিকা
  • ১৬ বছরের বন্ধন ছিঁড়ছেন জেরার্ড১৬ বছরের বন্ধন ছিঁড়ছেন জেরার্ড
  • ১৯৪৫ সালে নয়, ১৯৭১ সালে মারা যান হিটলার!১৯৪৫ সালে নয়, ১৯৭১ সালে মারা যান হিটলার!
  • প্রধানমন্ত্রীর শোকপ্রধানমন্ত্রীর শোক
  • ব্রেকফাস্ট পেট ভরে খাওয়া উচিত না লাঞ্চ?ব্রেকফাস্ট পেট ভরে খাওয়া উচিত না লাঞ্চ?
  • মোদিকে নিয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্রমোদিকে নিয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্র
  • ৭৩ বলে ১৬১ রানের বিস্ফোরক ইনিংস!৭৩ বলে ১৬১ রানের বিস্ফোরক ইনিংস!
  • বার্তা পাঠিয়েই অর্থ লেনদেন করা যাবে গুগল ওয়ালেটেবার্তা পাঠিয়েই অর্থ লেনদেন করা যাবে গুগল ওয়ালেটে